বালুরঘাট ঃ চেয়ারম্যান পদে বসার আগেই পুরসভার প্রত্যেকটি ওয়ার্ডের এলাকার মানুষের সমস্যার কথা জেনে নিতে পথে নামলেন বালুরঘাট পুরসভার নবনিযুক্ত চেয়ারম্যান অশোক মিত্র। আগামী কাল বালুরঘাট পুরসভার ২৫ জন কাউন্সিলর শপথ গ্রহন করবেন। ২৫ জন কাউন্সিলরের মধ্যে ২৩ জন কাউন্সিলর তৃনমুলের বাকি ২ বামেদের। প্রসংগত তৃনমুল নেতৃত্ব আগেই বালুরঘাট পুরসভার চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যানের নাম ঘোষনা করে দিয়েছে। ৫ নম্বর ওয়ার্ড থেকে জেতা অশোক মিত্র চেয়ারম্যান এবং রাজ্য বিজেপি দলের সভাপতির নিজস্ব পাড়ার ২২ নম্বর ওয়ার্ড থেকে জিতে আসা প্রদীপ্তা চক্রবর্তীকে করা হয়েছে ভাইস চেয়ারম্যান। তাই শপথ গ্রহনের পর আর ভোটাভুটির নয় সোজাসুজি চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যান পদের চেয়ারে গিয়ে বসা শুধু সময়ের অপেক্ষা মাত্র। আর তার ২৪ ঘন্টা আগে পুরসভার দায়িত্ব বুঝে নেবার আগে ওয়ার্ড গুলির জনগনের সমস্যার কথা অবগত হতেই আজ তৃনমুলের বিভিন্ন কাউন্সিলর ও তৃনমুল নেতৃত্বদের নিয়ে প্রত্যেকটি ওয়ার্ডের পথে পথে ঘুড়ে বেড়ালেন নবনিযুক্ত চেয়ারম্যান। যদিও শহরের ১ নম্বর ওয়ার্ড ঘুরে দেখবার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক মিত্রের দাবি তাদের দলই আগের বোর্ডের ক্ষমতায় ছিল। তারা সেবারের তাদের দেওয়া প্রতিশ্রুতির ৯৯ শতাংশ কাজ সেরে ফেলেছেন। এবার আমরা বাকি ১ শতাংশের পাশাপাশি এবারের দেওয়া প্রতিশ্রুতি গুলি পুরন করার দিকে ঝুকব। সেজন্যই আজকের এই জনসংযোগ ও দায়িত্ব নেওয়ার আগে শহরের বিশিষ্ট মানুষজন ও সিনিয়র সিটিজেনদের আশির্বাদ ও সুপরামর্শ নিয়ে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে কাজ করবার জন্য আজ তিনি কাউন্সিলর ও নেতৃত্বদের নিয়ে ঘুড়ে দেখছেন বলে জানান।এবারের বালুরঘাট পুরসভায় তৃনমুলের পক্ষ থেকে ২৫ জন প্রার্থীই ছিলেন নতুন। বিগত বোর্ডের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে শহরের বাসিন্দাদের মধ্যে একটা ক্ষোভ ছিল। অভিযোগ সেদিকে লক্ষ রেখেই এবার প্রার্থী বদলে ফেলা হয়েছিল। সেদিক দিয়ে দেখলে তৃনমুল নেতৃত্ব সফল বলে শহরবাসির ধারনা।