নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): পরাজয়ের পর টিম ইন্ডিয়া একেবারে হতাশায় ভেঙে পড়েছিল। বাঁধ মানছিল না চোখের জল। ঠিক সেইসময় ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমে আসেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ভারতীয় ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করেন। সেই ভিডিয়ো ইতিমধ্যেই সামনে এসেছে। আর ঝড়ের গতিতে তা শেয়ারও হচ্ছে।
শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার জবরদস্ত পারফরম্যান্সের সামনে টিম ইন্ডিয়া একেবারে ফিকে হয়ে যায়। এই ম্যাচে টিম ইন্ডিয়া একবারও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাপট দেখাতে পারেনি। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল টিম ইন্ডিয়া। কিন্তু, ২৪০ রানেই তাদের ইনিংস শেষ হয়ে যায়। এই রান তাড়া করতে অস্ট্রেলিয়ার অবশ্য খুব একটা অসুবিধে হয়নি। ৪৩ ওভারে ৪ উইকেট হারিয়ে তারা কাঙ্খিত লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। এই ফাইনাল ম্য়াচ দেখার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই স্টেডিয়ামে হাজির হয়েছিলেন। এই ম্যাচে টিম ইন্ডিয়া শেষপর্যন্ত জিততে না পারলেও ভারতীয় ক্রিকেট দলের পারফরম্যান্সে মোদী কিন্তু যথেষ্টই খুশি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, তিনি ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমে যাচ্ছেন। প্রথমে তিনি অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলির কাছে যান। তাঁদের কাঁধে হাত রেখে স্বান্ত্বনা দেন। প্রধানমন্ত্রী এও বলেন যে মন খারাপ করার দরকার নেই। হার-জিত তো লেগেই থাকে। গত ১০ ম্যাচে তোমরা যথেষ্ট ভালো খেলেছ। আমাদের গৌরবান্বিত করেছ।
ড্রেসিংরুমের পরিবেশ স্বাভাবিক করার জন্য খানিকটা হাসি-ঠাট্টা করেন প্রধানমন্ত্রী। তিনি জাদেজাকে ‘বাবু’ বলে সম্বোধন করেন। পাশাপাশি জসপ্রীত বুমরাহের সঙ্গে গুজরাটি ভাষায় কথা বলেন।