জলপাইগুড়ি ঃ-পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশ অফিসারের।জলপাইগুড়ি ক্রান্তি এলাকার ঘটনা। মৃত পুলিশ অফিসারের নাম গোপাল চন্দ রায় (৫১)।ক্রান্তি ফাঁড়ির এএস আই ছিলেন গোপাল বাবু। স্থানীয় সুত্রের খবর হোলি উপলক্ষে বিভিন্ন জায়গায় নিজেই মোটরসাইকেল নিয়ে টহল দিতে যাওয়ার সময় উল্ট দিক থেকে আশা একটি অল্ট গাড়ি মুখোমুখি ধাক্কা মাড়লে ঘটনারস্থলে গুরুতর আহত হন গোপাল বাবু। স্থানীয় বাসিন্দা ও সহ কর্মীরা গোপাল বাবুকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আশার সময় রাস্তায় মৃত্যু হয় গোপাল চন্দ রায়ের। ঘাতক অল্ট গাড়িটিকে আটক করেছে ক্রান্তি থানার পুলিশ৷ এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।