HomeSportsটিম ইন্ডিয়ার জন‍্য 'ওই আমাদের ভবিষ্যত' বললেন ক্যাপ্টেন রোহিত শর্মা

টিম ইন্ডিয়ার জন‍্য ‘ওই আমাদের ভবিষ্যত’ বললেন ক্যাপ্টেন রোহিত শর্মা

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): আইপিএলের দ্বিতীয়ভাগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সুযোগ পেয়ে কার্যত ফ্রাঞ্চাইজির ভাগ্য বদলে দেওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেটে বেঙ্কটেশ আইয়ারকে নিয়ে এক উত্তেজনার দেখা মিলেছে। ব্যাট হাতে ২০ রান করার পাশপাশি তিন ওভার বল করে ১২ রানের বিনিময়ে এক উইকেট নেন বেঙ্কটেশ। এখনও অবধি খুব বেশি সুযোগ না পেলেও তাঁকে নির্দিষ্ট ভূমিকা দিয়ে পরখ করতে আগ্রহী অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘ওকে যতটা সম্ভব দলের আশেপাশে রাখাই পরিকল্পনা। ও নিজের ফ্রাঞ্চাইজির জন্য টপ অর্ডারে ব্যাট করে যেটা এই মুহূর্তে ভারতীয় দলে হওয়া মুশকিল লাগছে। তাই ওকে আমরা পাঁচ, ছয় বা সাত নম্বরে ব্যাটিং করার দায়িত্ব দিয়েছি। দেখা যাক ও এই ভূমিকায় কেমন করে।’আইয়ারের ঠান্ডা মাথা ও ভাল মানসিকতার প্রশংসা তো বটেই, তাঁর বোলিং নিয়েও বেশ উচ্ছ্বসিত রোহিত মধ্যপ্রদেশের ক্রিকেটারকে দরাজ ‘ভবিষ্যত তারকা’র তকমাও দেন। ‘ও আজ বলও করেছে এবং সেখানেও ওর দক্ষতার পরিচয় মিলেছে।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments