বালুরঘাট ঃ টুপি কালচার এবার জেলা স্তরেও শুরু করল বিজেপি। তেমন দৃশ্যের দেখা মিলল দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাটে বিজেপির প্রতিষ্ঠা দিবসকে ঘিরে। ৫ এপ্রিল দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বালুরঘাট শহরের কল্যানী সিনেমা হল এলাকায় বিজেপি দলের জেলা কার্যালয়ে দলের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দলের জেলা সভাপতি স্বরুপ চৌধুরী থেকে সব নেতা কর্মীদের দলিয় টুপি পড়ে অংশগ্রহন করতে দেখা যায়। যা আগে সচারচর দেখা যেতনা। সম্প্রতি চার রাজ্যে বিজেপির সাফল্যের পর কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে বিশেষ এক ধরনের দলীয় টুপি পড়তে দেখা যায়। এরপরেই কেন্দ্রীয় নেতৃত্বের টুপি পরা কে দলের অনান্য নেতা নেত্রীরা দ্রুত অনুসরন করে টুপি পরা চালু করলে দলের মধ্যে তা দেখাদেখি শুরু হয়ে যায় টুপি পড়ার কালচার। যা এবার জেলা স্তরেও ছড়িয়ে পড়তে দেখা গেল। যদিও বিজেপি জেলা নেতৃত্ব বিষয়টি পাশ কাটিয়ে গিয়ে বলেছে এটা দলীয় কর্মসংষ্কৃতির মধ্যেই পড়ে থাকে। আর তা পড়েই আজ প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান পালন করা হয়েছে। এর মধ্যে অন্য কিছুর মানে খোজা বৃথা।