তারকেশ্বরে যাওয়ার আগে শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাটে জল তুলতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল এক তরুণ।নাম সুদীপ সর্দার(১৮)।উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা থানার মছলন্দপুর থেকে ২৫ জনের একটি দল তারকেশ্বরে যাওয়ার আগে নিমাইতীর্থ ঘাটে আসে।চৈত্রমাসে তারকেশ্বরে গাজন মেলা চলছে।এই সময় দূর দূর থেকে এসে ভক্তরা জরো হয় তারকেশ্বরে।শেওড়াফুলি থেকে গঙ্গার তুলে নিয়ে গিয়ে শিবের মাথায় ঢালতে নিমাইতীর্থ ঘাটে ভীর হচ্ছে।শনি ও রবিবার ভক্তদের ভীর হয় সবচেয়ে বেশি।এদিন বিকালে মছলন্দপুরের দলটি নিমাইতীর্থ ঘাটে নেমে স্নান করছিল।তখন গঙ্গায় ভাটা থাকলেও জোয়ার আসার সময় হয়েছিল বলে জানায় ওই দলের এক সদস্য।সুদীপ সাঁতার জানত না।সেও সবার সঙ্গে স্নান করতে নামে।হঠাৎ ই তলিয়ে যায়।সন্ধা পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।খবর পেয়ে বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান ও কাউন্সিলররা ঘাটে পৌঁছান। ডুবুরি ঘটনাস্থলে এসেছে তল্লাসী শুরু হয়েছে।