তুফানগঞ্জঃ নিলামি সভা ঘিরে উত্তেজনা ছড়ালো তুফানগঞ্জ ১ পঞ্চায়েত সমিতির হল ঘরে। মঙ্গলবার নদী ও বাজার নিলাম করাকে কেন্দ্র করে চূড়ান্ত বিশৃঙ্খলা অভিযোগ উঠলো বালাভূতের বেশ কিছু জনগনের বিরুদ্ধে। জানা গিয়েছে, এদিন তুফানগঞ্জ পঞ্চায়েত সমিতির অধীনে থাকা সাতটি নদীর ঘাট এবং ছয়টি বাজারের বাৎসরিক নিলামের নির্ধারিত দিন ছিল। প্রতিটি বাজার এবং ছয়টি নদী ঘাটের নিলাম শান্তিপূর্ণ ভাবে হয়ে গেলেও বালাভূত কালজানী নদীর ঘাটের নিলাম প্রকৃয়া চলাকালীন অংশ গ্রহণকারী বেশ কিছু বালাভূত এলাকার বেশ কয়েকজন বাসিন্দা বাধা দেয় বলে অভিযোগ। তাঁদের থেকে দাবি ওঠে কম টাকায় ঘাট নিলাম করতে হবে। হল ঘরে উত্তেজনা ছড়ালে পঞ্চায়েত সমিতি কর্তৃপক্ষ তুফানগঞ্জ থানায় খবর দেয়। পুলিশ এসে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে