HomeStateতুফানগঞ্জ: রামপুরহাটের বকটুই নারকীয় ঘটনার পরও তৃনমুলের গোষ্ঠীদ্বন্দ থামার কোন শেষ নেই

তুফানগঞ্জ: রামপুরহাটের বকটুই নারকীয় ঘটনার পরও তৃনমুলের গোষ্ঠীদ্বন্দ থামার কোন শেষ নেই

spot_img
- Advertisement -
https://youtu.be/x6-yxljfoHY

তুফানগঞ্জ: রামপুরহাটের বকটুই নারকীয় ঘটনার পরও তৃনমুলের গোষ্ঠীদ্বন্দ থামার কোন শেষ নেই। এত গুলো মানুষের প্রান চলে যাওয়ার পরও এর থেকে শিক্ষা নিতে কেউ নারাজ।এ যেন চলছে চলবে।এবার কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূল যুব কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল দুস্কৃতিদের বিরুদ্ধে।অভিযোগের তির তৃনমুলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে হলেও ভয়ে মুখে তা কেউ স্বিকার করতে নারাজ। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ।বৃহস্পতিবার গভীর রাতে তুফানগঞ্জ মহকুমার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঘোগারকুঠি এলাকায় চিলাখানা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বাসুদেব রায়ের বাড়ির সামনে দুস্কৃতিরা বোমাবাজি করে বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় তুফানগঞ্জ থানার পুলিশ। এলাকা থেকে বোমার নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে চিলাখানা ২ নম্বর গ্রামপঞ্চায়েতের তৃণমূল যুব কংগ্রেসের অঞ্চল সভাপতি বাসুদেব রায় জানান- “গতকাল গভীর রাতে বাড়ির সামনে একটা বিকট একটা শব্দ হয়। আতঙ্কে বাইরে বের হইনি। আজ সকালে বাজার করতে যাবার পথে বাড়ির সামনে সুতলি, কৌটা, লোহার ছোট ছোট পাত পড়ে থাকতে দেখি। পরবর্তীতে তুফানগঞ্জ থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে বোমার নমুনা গুলি উদ্ধার

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments