দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের কামার পাড়া এলাকায় অনগ্রসর শ্রেণী ভুক্ত স্বনির্ভর দলের মহিলাদেরস্বনির্ভর করে তুলতে উদ্যোগে একটি সংস্থা। উদ্যানপালন বিভাগ, প্রাণী সম্পদ বিকাশ দত্ত সহ বেশ কয়েকটি দফতরের সহযোগিতায়একটি প্রশিক্ষণ শিবির আয়োজিত হচ্ছে। জানা গেছে অনগ্রসর শ্রেণির বিভিন্ন স্বনির্ভর দলের প্রতিনিধিরা এই প্রশিক্ষণ সুবিধা অংশ নিচ্ছে। উদ্যানপালন বিভাগ এর পক্ষ থেকে ভার্মি কম্পোস্ট তৈরি, প্রাণী সম্পদ বিকাশ কেন্দ্রের পক্ষ থেকে মৎস্য চাষ, গরু ছাগল পালন সহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণ শিবিরে আগত প্রতিনিধিরা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে গিয়ে তাদের এলাকায় বিভিন্ন স্বনির্ভর দলের সদস্যদের এই বিষয়ে শেখাবেন বলে জানা গেছে। বেশি পরিমাণ মহিলাদের স্বনির্ভর করতেই এ উদ্যোগ বলে জানা গেছে