দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের চকভৃগু এলাকায় পনির ব্যবসায়ীর ক্যাশ বাক্স থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য। জানা গেছে ওই পনির ব্যবসায়ী আজ প্রস্রাব করতে দোকানের পাশেই গেলে পনির ব্যবসায়ী না থাকার সুযোগে এক দুষ্কৃতী তার ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে পালায়। এরপরে দরিদ্র ওই পনির ব্যবসায়ী ওই দুষ্কৃতী কে খুঁজতে খুঁজতে বালুরঘাট অভিযাত্রী ক্লাব এলাকায় ধরে ফেললে গণিত ব্যবসায়ী স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওই দুস্কৃতির কাছ থেকে তার টাকা উদ্ধার করে। এরপরে খবর দেওয়া হয় বালুরঘাট থানায়। বালুরঘাট থানায় এসে ওই দুষ্কৃতী কে ধরে নিয়ে যায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।