নিজস্ব প্রতিনিধি সম্পা:দমদম ইন্দিরা ময়দানে ১৬ই জানুয়ারি থেকে শুরু হলো ১১তম খাদ্য মেলা চলবে ২৬ জানুয়ারি অব্দি।প্রবেশ করতে পারবেন দুপুর ৩ টে থেকে রাত ১০:৩০ অব্দি। ভোজন রসিক খাদ্য প্রিয় মানুষের জন্যই এই মেলা কি নেই এই মেলাতে দাদা-বৌদি বিরিয়ানি থেকে আমেনিয়া বিরিয়ানি, মিত্রা ক্যাফে,, বাংলার দই মিষ্টি থেকে শুরু করে নানা রকম মন খুশি পেট ভরার খাবার, আর শেষ পাতে পান, হজমি তুর্কিস আইস-ক্রিম বা বাসকিন-রবিন আইস-ক্রিম তো রয়েছেই ।রয়েছে চালের গুঁড়ো করে গরম গরম পিঠে যে পিঠে খেতে চাইবেন হাতে গরম বানিয়ে দেবে মনে হবে মায়ের হাতের বানানো পিঠে।বিখ্যাত সব খাবারের দোকান তাদের সেরা আইটেম নিয়ে মোট ৩৯ টা ষ্টল রয়েছে এই খাদ্য মেলাতে।
প্রধান পৃষ্ঠপোষক:মন্ত্রী তথা বিধায়ক ব্রাত্য বসু। প্রধান অতিথি- সাংসদ সৌগত রায় বিশিষ্ট অতিথি ডঃ শান্তুনু সেন, মন্ত্রী রথীন ঘোষ।উপস্থিতি ছিলেন অভিনেত্রী শ্রাবন্তি, অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য, উদ্যোগে-দেবাশীষ বন্দোপাধ্যায়। মেলার এই কটা দিন ভিড় থাকবে বিখ্যাত অভিনেতা অভিনেত্রী বা বিভিন্ন ধরনের গায়ক গায়িকাদের।