HomeNewsদলীয় উপপ্রধানের উপর হামলার অভিযোগে তৃনমুল পরিচালিত চোপড়া পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ...

দলীয় উপপ্রধানের উপর হামলার অভিযোগে তৃনমুল পরিচালিত চোপড়া পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ তাহের আলমকে শুক্রবার গ্রেপ্তার করল চোপড়া থানার পুলিশ দলীয় উপপ্রধানের উপর হামলার অভিযোগে তৃনমুল পরিচালিত চোপড়া পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ তাহের আলমকে শুক্রবার গ্রেপ্তার করল চোপড়া থানার পুলিশ।

spot_img
- Advertisement -
https://youtu.be/Vn_ybHbSJao

চোপড়া ঃ দলীয় উপপ্রধানের উপর হামলার অভিযোগে তৃনমুল পরিচালিত চোপড়া পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ তাহের আলমকে শুক্রবার গ্রেপ্তার করল চোপড়া থানার পুলিশ দলীয় উপপ্রধানের উপর হামলার অভিযোগে তৃনমুল পরিচালিত চোপড়া পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ তাহের আলমকে শুক্রবার গ্রেপ্তার করল চোপড়া থানার পুলিশ। ঘটনার জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় তাহের আলমকে চোপড়া থানার পরিবর্তে ইসলামপুর থানায় এনে রাখা হয়েছে। খবর পেয়ে তাহের আলমের ঘনিষ্ঠ রাজনৈতিক সঙ্গীরা ইসলামপুর থানায় হাজীর হতে দেখা যায়। তবে চোপড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২০২২ সালের ৬ মার্চ সন্ধ্যারাতে চোপড়া থানার ভৈসপিটা এলাকায় এক চায়ের দোকান থেকে বেরোনোর সময় হাফতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাকির আহমেদের উপর প্রাণঘাতী হামলার ঘটনায় চোপড়া পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ তাহের আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ইসলামপুর থানায় হাজীর হাফতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের প্রধান আমিনা টুডু সংবাদ মাধ্যমের সামনে কিছুই বলতে চাননি। অন্যদিকে চোপড়া ব্লক তৃনমুলের সহ সভাপতি জাকির আবেদিন বলেন, “সম্ভবত দলীয় উপপ্রধানের উপর হামলার অভিযোগেই তাহের আলমকে পুলিশ ইসলামপুরে নিয়ে এসেছে। নির্দিষ্ট করে সঠিক কিছু বলতে পারছি না। ইসলামপুর থানার আইসির সাথে কথা বলার পরই বিষয়টি জানাতে পারব।” উল্লেখ্য, চলতি মাসেই হাফতিয়াগছ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের জমি নিজের নামে করে নেওয়ার অভিযোগে তাহের আলমের বিরুদ্ধে স্থানীয়রা সড়ক অবরোধ করে আন্দোলনে নামে। সেই আন্দোলনে জনপ্রতিনিধি হিসাবে বাসিন্দাদের পাশে দাঁড়ানোই শ্রেয় মনে করেন উপপ্রধান সাকির আহমেদ। সেই থেকেই সাকির-তাহের দ্বন্দ্ব চরমে পৌছায়। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর জানিয়েছেন, “সাকির আহমেদের উপর হামলার ঘটনায় এফআইআরে মুখ্য অভিযুক্ত হিসাবে তাহের আলমকে গ্রেপ্তার করা হয়েছে।”

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments