সুকনা ( শিলিগুড়ি) ঃদার্জিলিং গামী ট্য় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো একজনের। আজ সকালে এই ঘটনায় এলাকায় যথেষ্ট চঞ্চল্য ছড়ায়। রেল সুত্রে জানা গেছে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়া দার্জিলিং গামী ওই টয় ট্রেন টি শিলিগুড়ি জংশন স্টেশন ছাড়ার কিছুক্ষন পরেই এই দুর্ঘটনা ঘটে। সুত্রে আর ও জানা গেছে আজ টয় ট্রেনটি জংশন স্টেশন ছাড়ার পরেই দাগাপুর এর কাছে আচমকাই রেললাইনের ওপর এক ব্যক্তি চলে আসে। টয় ট্রেনের ধাক্কায় তার দুই পা কাটা পড়ে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যাক্তির।খবর পেয়েই প্রধান নগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্তে নেমেছে।পাশাপাশি ময়নাতদন্তের জন্য দেহটিকে হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করে। এই মুহুর্তে শুকনা স্টেশনে টয় ট্রেনটিব দাঁড়িয়ে রয়েছে বলে রেল সুত্রে জানা গেছে।।