একই শরীরে দু’জন মানুষ। এ রকম আমরা আগেও দেখেছি। কিন্তু বাস্তবে তাঁরা রীতিমতো চলে ফিরে বেড়াচ্ছেন, সরকারি চাকরি পাচ্ছেন—এমন বড় একটা দেখা যায় না। পঞ্জাবের অমৃতসরের সোহনা এবং মোহনা সে রকমই। হাজার শারীরিক প্রতিকূলতাকে হারিয়ে পেলেন সরকারি চাকরি। তাঁদের জীবন থেকে অনেকেই প্রেরণা পেতে পারেন।