বৈদ্যবাটী পৌরসভার 4 নম্বর ওয়ার্ড এর নির্দল এর নব নির্বাচিত কাউন্সিলর নির্দল রাজু পারুই আজ 1 লা এপ্রিল থেকে চালু করলেন দুয়ারে কাউন্সিলর কর্মসূচি।। ।। সেই কার্ড পৌঁছে দিলেন ওয়ার্ডের বাড়ি বাড়ি।। এবং বললেন এক ফোনেই চলে আসবেন যে কোন দরকারে।।তিনি জানান ভোটের আগে যেমন ভোটের আগে যেমন বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চেয়েছেন তেমনই এবার লোকের বাড়িতে পৌঁছে দেবেন বিভিন্ন পরিষেবা।। আরো বলেন এই ওয়ার্ডের কিছু রাস্তা ও জলের ও সমস্যা আছে তাও দূর করবেন কিছু দিনের মধ্যেই শেওরাফুলি , হুগলীপ্রীতম সাধুখাঁ।