নিজস্ব প্রতিনিধি সম্পা :মডেলিংয়ের ঝলমলে স্বপ্নের জগৎ নিয়ে কমবেশি সবারই আগ্রহ রয়েছে।”MS Creation”-এর কর্ণধার মোনালি এবং সুদীপ্ত’র প্রথম উদ্যোগে দমদমে স্টুডিওতে দূর্গা পুজোর ফটোশুট করলো।এই শুটে নতুন এবং পুরোনো মিলিয়ে ৩৫জন মডেল দূর্গা পুজোর ফটোশুট করেছেন মোনালি এবং সুদীপ্ত’র তত্ত্বাবধানে।
মোনালি এবং সুদীপ্ত দীর্ঘদিন মডেলিং এবং অভিনয়ের সাথে যুক্ত। “MS Creation”-এর পরবর্তী উদ্যোগ শর্ট-ফিল্ম, গানের অ্যালবাম, মডেল ফটোশুট ছাড়াও অনেক কাজ আসতে চলেছে।”MS Creation”-এর সাথে কাজ করলে,পেপার এবং ম্যাগাজিনের পাতায়, টেলিভিশনের পর্দায় কিংবা রাস্তাসহ পুজোর প্যান্ডেলে বড় বড় বিলবোর্ডে শোভা পাবে মডেলদের ছবি
সাজসজ্জা -আশিস মান্না এবং সানু পাখিরা। নতুনরা যারা আসতে চাইছে নিজেকে মডেল হিসেবে তৈরি করতে চাইছে ছোট থেকে সব বয়স পর্যন্ত সবাই কে স্বাগত জানাচ্ছে “MS Creation”।
রূপসাজ্জা-রণিতা পাঁজা ,সর্বানী সরদার,সৌম্যদ্বীপ রায় ,রিঙ্কি দাস।ফটোগ্রাফার- সুরজিৎ পাল।
যোগাযোগ নং -90079 18795 /70765 98309