জলপাইগুড়ি ঃ দেশের নিরাপত্তা রক্ষার জন্য যেকোনো পরিস্থিতিতে প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী। আর সেটারই প্রস্তুতি সেরে নিল ভারতীয় সেনা।মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ির বাগড়াকোট এলাকার তিস্তা নদীর পাড়ে সেনাবাহিনীর তরফে যুদ্ধের মহড়া অনুষ্ঠিত হলো। পাশাপাশি এদিন অস্ত্র প্রদর্শনী করা হয়। এদিন একাধিক অত্যাধুনিক কামান থেকে গোলাবর্ষণ করার পাশাপাশি স্থল সেনার একাধিক যুদ্ধের কৌশল দেখানো হয়। সেই সাথে একাধিক অত্যাধুনিক হেলিকপ্টার দিয়ে করা হয় গোলাবর্ষণ। সেনাবাহিনীর মহড়া দেখতে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। এ দিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল তরুণ কুমার আইচ, জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত সহ সেনাবাহিনীর বিভিন্ন আধিকারিকরা। যুদ্ধের মহড়া দেখে খুশি ছাত্রছাত্রীরা।