এক কথায় বলতে গেলে এটা নেটের যুগ।আর আমরা এখন ইন্টারনেটের যুগে আরো উন্নত ও দ্রুত গতির সাথে কাজ করতে পারি।৪জি হাই স্পিড ইন্টারনেটের যুগ এখন।ধীরে ধীরে সেটাও পুরনো হতে চলেছে। যত বিজ্ঞান এগোচ্ছে ততই এগিয়ে যাচ্ছি আমরাও।আর হয়তো কিছুদিনের মধ্যেই মানুষের নাগালে এসে পৌঁছাবে আরো দ্রুততম ৫-জি টেকনোলজি। কিন্তু একদিকে যেমন দ্রুত আধুনিক থেকে অত্যাধুনিকের দিকে এগিয়ে যাচ্ছি আমরা, তেমনি আমরা ক্ষতি করছি প্রকৃতিকে। এর আগেও প্রশ্ন উঠেছিল যে ৫-জি টাওয়ারগুলির রেডিয়েশনের ফলে মানুষ প্রকৃতি এবং অন্যান্য জীবজন্তুর জন্য আদৌ নিরাপদ তো? এই প্রশ্নে শামিল হয়েছেন অনেকেই। অভিনেত্রী জুহি চাওলা শুরু থেকেই বিভিন্ন সমাজ সেবামূলক কাজে যুক্ত কর্মীরা। মানুষকে সচেতন করার কাজও করেন তিনি।