দ্বিতীয় দিনে স্বাভাবিক ছন্দে শেওড়াফুলির জনজীবন।বাম ট্রেড ইউনিয়নের ডাকে 48 ঘণ্টার ভারত বন্ধের প্রথমদিন কার্যত কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও ,বন্ধের দ্বিতীয় দিনে সাধারণ মানুষের সাড়া মিলল না।। এখনও পর্যন্ত চলল ট্রেন চলাচল স্বাভাবিক , বাজার হাট স্বাভাবিক দিনের মতোয় স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ বাড়ির বাইরে বেরোলো বন্ধের দ্বিতীয় দিন শেওড়াফুলি শহরে।। পাশাপাশি কোন জনবহুল এলাকায় বামফ্রন্টের কোন নেতৃতদের দেখা মিলল না শেওড়াফুলির বুকে।। সব মিলিয়ে সোমবার কিছু বিক্ষিপ্ত অশান্তি ছবি দেখা গেলেও মঙ্গলবার কার্যত স্বাভাবিক।।।