HomeNews*দ: পালের চক নজরুল স্মৃতি সংঘের মাঠ কুলতলীতে সমাজ বন্ধু সম্মানে সম্মানিত...

*দ: পালের চক নজরুল স্মৃতি সংঘের মাঠ কুলতলীতে সমাজ বন্ধু সম্মানে সম্মানিত বর্ধমানের ড: স্বপন দত্ত বাউল*

spot_img
- Advertisement -

*বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:-* দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার পালের চকে সুন্দরবন কবি নজুরুল স্মৃতি ফাউন্ডেশান আয়োজিত একগুচ্ছ সমাজ সেবা নিয়ে মহতী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল ১১ ই জানুয়ারি তে। এদিন ফ্রী মেডিক্যাল ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান,শীতবস্ত্র বিতরণ, প্রতিবন্ধী সরঞ্জাম বিতরণ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে পূর্ব বর্ধমান জেলার প্রাক্তন রাষ্ট্রপতির প্রশংসিত আশির্বাদ ধন্য উপহার স্বরূপ পুরস্কার প্রাপ্ত শিল্পী ড: স্বপন দত্ত বাউল কে বহু গুনীজনদের উপস্থিতিতে আমন্ত্রন জানানো হয় এবং গুণীজন সংবর্ধনা ও সমাজ বন্ধু সম্মানে ভূষিত করা হয়। এ প্রসঙ্গে সংবাদিকদের মুখোমুখি হয়ে অনুষ্ঠানের কর্ণধার জালাল উদ্দিন বাবু বলেন কুলতলির ছোট্ট উমার নৃশংস হত্যার ঘটনায় নিঃস্বার্থ ভাবে বিনা পারিশ্রমিকে সমাজ সচেতন এর শিল্পী ড: স্বপন দত্ত বাউল মহাশয় যে ভাবে প্রতিবাদ ও দোষীর ফাঁসির শাস্তি দাবি এবং নারীদের ,মা, বোনেদের নিরাপত্তা সুরক্ষার দাবি তুলেছেন ক্যানিং সহ বারুইপুর এস ডি ও, এস পি অফিসের সামনে। ও কুলতলি থানা সংলগ্ন এলাকা ছাড়াও সারা রাজ্যের জেলায় জেলায় গিয়ে প্রতিবাদে ঘুরেছেন যার তুলনা হয় না। দক্ষিণ ২৪ পরগনা জেলার মানুষ সুদূর পূর্ব বর্ধমান থেকে ছুটে এসে নিঃস্বার্থ ভাবে বিনা পারিশ্রমিকে মা বোনদের রক্ষা করতে ও বাউল গানে প্রতিবাদ করতে দেখে এমন প্রতিবাদী বাউলকে প্রণাম জানায়। বাউলের নিঃস্বার্থ প্রতিবাদে স্বপন বাউল বার বার ছোট্ট উমার নৃশংস খুনের দোষীর ফাঁসির দাবিতে সরব হয়েছিলেন। আইন আদালত বিচারে ফাঁসির রায় দিয়েছেন। সুতরাং স্বপন দত্ত বাউলের প্রতিবাদ সফল হয়েছে,বিচার পেয়েছে কুলতলির ছোট্ট উমা,যে নৃশংস খুন করেছে ছোট্ট উমাকে তার বিচারে ফাঁসির রায় হয়েছে। এটা তো বাউলের বিশাল সাফল্য ছাড়াও সারা রাজ্যের জেলায় জেলায় ঘুরে ঘুরে নিঃস্বার্থ ভাবে বিনা পারিশ্রমিকে সমাজ সচেতন কুসংস্কার কুপ্রথা দূরীকরণ দেশে বিদেশে শান্তি সম্প্রীতির বাউল গানে বার্তায়। অসংখ্য পুরস্কারে সম্মানিত সম্মানে ভূষিত ভারত মাতার গর্ব শান্তির দূত সম্মানিত শিল্পী স্বপন দত্ত বাউল কে দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবনের পক্ষ থেকে সমাজ বন্ধু সম্মানে ভূষিত করতে পেরে সুন্দরবনের আমরা সকলেই গর্বিত।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments