HomeOtherনতিস্বীকার রেলের দৃঢ় জেদের সামনে,এক যাত্রী নিয়ে রাজধানী এক্সপ্রেসের ৫৩৫ কিলোমিটার ...

নতিস্বীকার রেলের দৃঢ় জেদের সামনে,এক যাত্রী নিয়ে রাজধানী এক্সপ্রেসের ৫৩৫ কিলোমিটার যাত্রা

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(অর্পিতা রায়): মনের জোর থাকলে এবং দৃঢ় আত্মবিশ্বাস থাকলে যেকোনো লক্ষ্য পূরণ করা যায়। লক্ষ্য যতই বড় হোক না কেন, যদি নিজে ঠিক থাকা যায় তাহলে যে কোন মানুষকে মাথা নত করতে বাধ্য করানো যায়। এমনই একটি ঘটনা ঘটল সম্প্রতি রাজধানী এক্সপ্রেসে। b.h.u. তে আইন পাঠরত এক মেয়ে যার নাম অনন্যা, তিনি রাঁচিতে ফিরছিলেন রাজধানী এক্সপ্রেস করে।ট্রেন ছাড়ার সময় ট্রেনে ছিল ৯৩০ জন যাত্রী। কিন্তু তার মধ্যে ডালটনগঞ্জ নেমে বাসে করে গন্তব্যে যাওয়ার সিদ্ধান্ত নেন ৯২৯ জন যাত্রী। বাকি পড়েছিলেন শুধুমাত্র অনন্যা। কিন্তু তার গন্তব্য যে রাচি। তাকে নেমে যেতে বলা হয়। কিন্তু অনন্যা বলে, তিনি যখন টিকিট কেটেছেন তাহলে ট্রেনের দায়িত্ব তাকে গন্তব্যে পৌঁছে দেওয়া। অনন্যা নিজের সিদ্ধান্তে এতটাই অনড় ছিলেন যে শুধুমাত্র একজন যাত্রীকেই নিয়ে রেলের ইতিহাসে এই প্রথম 535 কিলোমিটার যাত্রা করল রাজধানী এক্সপ্রেস।রেগে কর্মরত অফিসাররা বাসের বদলে গাড়ির সুযোগ-সুবিধা দিতে চেয়েছিলেন অনন্যা কে কিন্তু অনন্যা রাজি হয়নি। পুরো বিষয়টি রেলওয়ে চেয়ারম্যানের কাছে পৌঁছে গেলে তিনি রেল কর্তৃপক্ষের নির্দেশ দেন যাতে অনন্যা কে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হয়।অনন্যা প্রায় সাড়ে চার ঘন্টা রেলের অফিসারদের সঙ্গে কথা বলে সকলকে রাজি করান, যে তিনি নিজেই একা গন্তব্যে পৌঁছাবেন ট্রেনে করে। এইভাবে শুধুমাত্র নিজের সিদ্ধান্তে অনড় থেকে সম্পূর্ণ রেল কতৃপক্ষকে মাথা নত করতে বাধ্য করলেন অনন্যা।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments