নিজস্ব প্রতিনিধি(রজত রায়): নতুন বছরের আগেই শীত বিলীন। ডিসেম্বরের শেষে মনে হয় শীত চলে গেছে অন্য গ্রহে। তবে নতুন বছর শুরুর আগেই শীতের টেস্ট ইনিংস শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উত্তুরে বাতাস নিজের শক্তি দেখাবে। আলিপুর আবহাওয়া দফতরের প্রধান গণেশ কুমার দাস জানান, শীতের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা।তিনি বলেন, নতুন বছরে শীত না থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।আবহাওয়া দফতরের মতে, শুক্রবার,৩১ ডিসেম্বর সকালে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।