HomeCountryনতুন সংসদ ভবনের নাম ‘পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া’, অধিবেশনের দ্বিতীয় দিনে সেন্ট্রাল...

নতুন সংসদ ভবনের নাম ‘পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া’, অধিবেশনের দ্বিতীয় দিনে সেন্ট্রাল হলে বিশেষ অনুষ্ঠান

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): সংসদ ভবন এবার পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া। গেজেট বিজ্ঞপ্তি জারি করে নতুন ভবনের নাম ঘোষণা করল লোকসভার সচিবালয়। আজ থেকে নতুন ভবনে শুরু হবে সংসদের বিশেষ অধিবেশন।

গণেশ চতুর্থীর দিন নতুন সংসদ ভবনের কাজ শুরুর জন্য বেছে নেওয়া হল।তার আগে পুরনো ভবনে সাংসদদের সঙ্গে ছবি তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে শেষ বারের মতো পুরনো ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেন্ট্রাল হলে বিশেষ অনুষ্ঠান চলছে। জড়ো হয়েছেন সাংসদেরা। এরপর সংবিধানের একটি অনুলিপি নিয়ে পুরনো সংসদ ভবন থেকে নতুন সংসদ ভবনের দিকে যাবেন প্রধানমন্ত্রী। তাঁকে অনুসরণ করবেন এনডিএ সাংসদরা। মঙ্গলবার দুপুর ১টা ১৫ মিনিটে নতুন সংসদ ভবনে লোকসভায় প্রথম অধিবেশন শুরু হবে। নতুন ভবনে রাজ্যসভায় প্রথম অধিবেশন শুরু হবে দুপুর ২টো ১৫ মিনিটে।

সূত্রের খবর, আজ সংসদে পেশ হতে পারে মহিলা সংরক্ষণ বিল। গতকালই বিলটিকে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। মন্ত্রিসভার পদক্ষেপকে স্বাগত জানিয়েছে কংগ্রেস। প্রায় ১৮০টি লোকসভার আসন বাড়ানো নিয়ে চিন্তা ভাবনা চলছে বলেও সূত্রের খবর।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments