HomeEntertainmentনাটকের জন্যে জীবন জীবনের জ‍ন‍্যে নাটক ?তাইতো "সহোজিয়া"

নাটকের জন্যে জীবন জীবনের জ‍ন‍্যে নাটক ?তাইতো “সহোজিয়া”

- Advertisement -
https://youtu.be/RlCpkOK4hBU

গত ১৬ জানুয়ারি ২০২২ সল্টলেক করুণাময়ীর কাছে ন্যাশেনাল মাইম ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়ে গেল বাগুইআটি সহজিয়া নাট্যসঃস্থার দুটি গবেষণামূলক নাটকের প্রিমিয়ার শো – “সূর্পণখা উবাচ” ও “অস্তরাগের ইমন”।প্রথম দর্শনে মঞ্চস্থ হয় “সূর্পণখা উবাচ”। রামায়ণ-বর্ণিত উপেক্ষিতা সূর্পণখার জীবনের অচেনা, অজানা তথ্যের সুলুকসন্ধান করেছেন নাট্যকার প্রশান্ত সেন তাঁর ছন্দবদ্ধ কাব্য “সূর্পণখা উবাচ”-এ। সেই কাব্যই নাটকের মোড়কে মঞ্চস্থ করার জন্য পরিচালনার ভারও নিজের কাঁধেই তুলে নেন প্রশান্ত। এই নাটকে নাম ভূমিকায় অভিনয় করেন অর্ণিশা সেন। নাল ও পার্কাসনে তন্ময় মণ্ডল এবং হারমোনিয়াম ও আবহ কণ্ঠে জ্যোতিষ্ক চ্যাটার্জী তাকে যথাযোগ্য সঙ্গত করেন। অঙ্গ নির্দেশনায় শালিনী বোস। আলোক সম্পাতের দায়িত্বে ছিলেন সুবল কর্মকার ও সৈকত মান্না। পোশাক, রূপসজ্জায় তনিমা মুখার্জী ও পপি দাস। মঞ্চ নির্মাণ করেন সুদান হালদার। সাজসরঞ্জামে রেণু দাস ও পপি দাস।দ্বিতীয় দর্শনে মঞ্চস্থ হয় “অস্তরাগের ইমন”। স্যুরিয়ালিস্টিক এই নাটকের রচনা ও নির্দেশনা করেছেন প্রশান্ত সেন। সহ-নির্দেশনা, কোরিওগ্রাফি ও মুখের চরিত্রে পলাশ শিকদার। অন্যান্য চরিত্রে তন্ময় মণ্ডল, অর্ণিশা সেন, কোমল দাস, সানু দাস, অর্পিতা সরকার, কৃত্তিকা বোস, রেশমা দাস, আঞ্জিত মজুমদার ও বিক্রম সিংহ। নৃত্য নির্দেশনায় শালিনী বোস। আলোকসম্পাতে সুবল কর্মকার ও সৈকত মান্না। মঞ্চ নির্মাণে সুদান হালদার। শব্দ প্রক্ষেপণে অর্ণিশা সেন ও তনিমা মুখার্জী। লাইভ সিন্থেসাইজারে শৌর্যদীপ সান্যাল। কণ্ঠে অর্ণিশা সেন, শৌর্যদীপ সান্যাল ও কৃত্তিকা বোস। রূপসজ্জায় সমীর ঘোষ। পোষাক ও সাজসরঞ্জামে রেণু দাস ও পপি দাস।

writer

writer

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

AI Calculator

Calculate Facebook Earning and calculate EMI for loans, or compute GST.


This will close in 20 seconds