HomeOtherনাম না করে মোদিকে নিশানা করে লালুর মন্তব‍্য দম নেব তখনই যখন...

নাম না করে মোদিকে নিশানা করে লালুর মন্তব‍্য দম নেব তখনই যখন আমি তাকে চেয়ার থেকে সরিয়ে দেব

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): মুম্বইতে এদিন বিরোধী জোটের দলগুলি বৈঠক করেন। সেই বৈঠক শেষে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। এদিন তিনি বলেন, “এই দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আজ একসঙ্গে। আমরা এতদিন আলাদা আলাদা বসতাম। আর এর লাভ নিত মোদি। শুরু থেকেই বলতাম বিজেপি হটাও, দেশ বাঁচাও।

এই দেশে সংখ্যালঘুরা সুরক্ষিত নন। কি কি হচ্ছে সবাই জানেন। টমেটোর দাম বাড়ছে আর তার স্বাদ চলে যাচ্ছে।”

লালু প্রসাদ আরও বলেন, “কতটা মিথ্যা বলে ওরা সরকারে এসেছিল। বলেছিল নেতাদের টাকা সুইস ব্যাঙ্কে আছে। বলেছিল সেই টাকা ফেরত নিয়ে এসে ১৫ লাখ দেবে। আমিও খাতা খুলেছিলাম। আমার পরিবারের ছেলে-মেয়ে-বউ মিলিয়ে ১১ জন খাতা খুলেছিলাম। সারা দেশ খাতা খুলল। আর কি মিলল? আমি কোনও দূর্নীতি করিনি পশুখাদ্যে।

তিনি বলেন, “দেশের এমন কোনও নেতা নেই, যারা ইডি-সিবিআই নিয়ে হেনস্থার শিকার হয়নি। আমি তো কিডনি ট্রান্সফার করে নিলাম। আমার অনেকগুলো অপারেশন হয়ে গেছে। আমি সংকল্প নিয়েছি, আপনাকে চেয়ার থেকে সরিয়েই আমি দম নেব। মোদির ইতিহাস সবাই জানে। ওকে গ্রেফতারের দাবি নিয়ে আমি আন্দোলন করেছিলাম। নেতা একজনই ছিলেন অটল বিহারী বাজপেয়ি। ওমন নেতা দেখিনি। যিনি মোদীকে রাজধর্ম পালন করতে বলেছিলেন। এবার আসন সমঝোতা শুরু হবে। নিজের লোকসান করেও সমঝোতা হবে। মোদীকে হারাব।”

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments