HomeOfbitনিজস্ব প্রতিনিধি(অর্পিতা): আজ রবিবার, সাপ্তাহিক ছুটির দিনটি আপনার জন্য কেমন দেখে নিন,...

নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): আজ রবিবার, সাপ্তাহিক ছুটির দিনটি আপনার জন্য কেমন দেখে নিন, রইলো রাশিফল (10.09.2023):

spot_img
- Advertisement -

মেষঃ পরিবারের কারো শারীরিক সমস্যা দেখা দিতে পারে। সন্ধ্যের দিকে বিশেষ সুসংবাদ পেতে পারেন। অর্থনৈতিক কারণে কিছু কাজ আটকে যাবে। দীর্ঘ সময়ের অপেক্ষার পর বিশেষ কিছু ঘটতে পারে।

 

বৃষঃ- বাড়িতে উত্‍সবের পরিবেশ তৈরি হলে, সেখানে নিজেও অংশ নিন। সমস্যা চেপে রাখা ঠিক নয়, এতে শারীরিক সমস্যা দেখা দেয়। কেনাকাটা করতে গিয়ে বেশি ব্যয় করা ঠিক নয়। সম্ভব হলে বিরক্তিকর পরিবেশ এড়িয়ে চলুন।

 

মিথুনঃ- পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর সময় কাটবে। দিনের শুরুতে একটু আধটু শরীর চর্চা করুন। বাড়ি থেকে বেরোনর সময় ব্যবসায়ীরা নিজেদের অর্থ সামলে রাখুন। শরিরি চর্চার পর সময় পেলে, তা ভালো কাজে লাগান।

 

কর্কটঃ- পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে যেতে পারেন। বন্ধুদের সঙ্গ চাইলেও, তাঁরা আজকে আপনাকে হতাশ করবে। মানুষের থেকে উপদেশ নিতে পারেন। অফিস থেকে তাড়াতাড়ি ছুটি পেলে, সঠিক কাজে লাগান।

 

সিংহঃ- কর্মক্ষেত্রে সচেতন থাকুন। বন্ধুদের সঙ্গ চাইলেও, তাঁরা আজকে আপনাকে হতাশ করবে। জীবনের অশান্তির মাঝে নিজের জন্য কিছুটা সময় পাবেন। ব্যবসায়ীদের ব্যবসায় আজ ক্ষতির সম্ভাবনা রয়েছে।

 

কন্যাঃ- আজকের দিনে কোন বিশেষ কাজের জন্য প্রশংসিত হবেন। কাজের ফাঁকে কিছুটা আরাম করতে পারবেন আজ। বিশ্বের ভিড়ে হারিয়ে না গিয়ে, নিজের জন্য কিছুটা সময় বের করুন। অর্থ সামলে রাখুন, নাহলে চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

তুলাঃ- দিনের শুরুটা খারাপ হলেও, সন্ধ্যের দিকে ক্লান্তি দূর হবে। ব্যবসার খাতে আজকের দিনে সহজেই অর্থ জোগার করতে পারবেন। সন্ধ্যের দিকে বিশেষ কারো সঙ্গে দেখা করতে পারেন। আপনার আচরণে চারপাশের মানুষের খারাপ লাগতে পারে।

 

বৃশ্চিকঃ- কর্মক্ষেত্রে পুরনো দিনের কাজের জন্য সময় নষ্ট হতে পারে। নিজের ভালো লাগে এমন কিছু করুন। অফিসের পুরনো কাজ, অনেকটা সময় নিয়ে নেবে। পুরনো অসুখ থেকে মুক্তি পেতে গিয়ে অনেক অর্থ ব্যয় হতে পারে।

 

ধনুঃ- বিশেষ কিছু না করেই, অন্যদের আকর্ষণ পাবেন আজকে। আনন্দ এবং খুশির মধ্য দিয়ে জীবনকে উপভোগ করুন। আজ পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকুন। বিভিন্ন উত্‍স থেকে আজকের দিনে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।

 

মকরঃ- ফেলে রাখা সমস্যার দ্রুতই সমাধান করুন। আজকের দিনে কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায়ীদের পক্ষে আজকের দিন শুভ। অর্থ বিনিয়োগের পূর্বে সবদিক ভালো করে ভেবে নিন।

 

কুম্ভঃ- প্রতিযোগীতায় সাফল্য পাবেন। বাড়ির চারপাশের ছোট জিনিসের পেছনে আজকের দিনে অনেক অর্থ ব্যয় হতে পারে। বেশি ব্যয় মানসিক সমস্যার কারন হবে। জীবনে চলার পথে কিছু সমস্যা দেখা দিতে পারে।

 

মীনঃ- সহকর্মীর সঙ্গে সময় কাটিয়ে, শুধু সময় নষ্ট করবেন। অর্থ সঞ্চয়ের বিষয়ে গুরুজনদের থেকে আশীর্বাদ নিন। পরিবারের সকলের সঙ্গে বুঝে শুনে কথা বলুন। ব্যবসায়ীরা নতুন কিছু করার চিন্তা ভাবনা করুন।

writer

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments