HomeOfbitনিজস্ব প্রতিনিধি(অর্পিতা): আজ বৃহস্পতিবার, মা লক্ষ্মীর কৃপায় দিনটি কেমন কাটবে আপনার জানুন,...

নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): আজ বৃহস্পতিবার, মা লক্ষ্মীর কৃপায় দিনটি কেমন কাটবে আপনার জানুন, রইলো রাশিফল (09.11.2023):

- Advertisement -

মেষ: আজ নিজেকে ভীষণ নিঃস্ব ও অস্তিত্বহীন মনে হবে। যার ফলে আধ্যাত্মিকতার দিকে মন যেতে পারে। ধ্যান ও প্রার্থনায় আরও বেশি মনোনিবেশ করবেন। সেই সঙ্গে যথেষ্ট পার্থিব উন্নতিও ঘটবে।

বৃষ: আজ শুরু করা যেকোনও কাজেই আপনি সফল হতে পারে । বিকালের দিকে আর্থিক লেনদেন সন্তোষজনক ও লাভজনক, উভয়ই হতে পারে । দিনটি আপনার প্রত্যাশা অনুযায়ী উত্তেজনাপূর্ণ নাও হতে পারে । ক্লান্তিকর দিনটির প্রতিদানস্বরূপ এক উপভোগ্য সন্ধ্যা পেতে চলেছেন ।

মিথুন: বিনোদন ও বিলাসিতা উপভোগ করার সময় । আপনি সাংসারিক বিষয় ও সন্তানদের প্রয়োজন সম্পর্কে আরও মনোযোগী হবেন। বিকালের পরে নিজের খাদ্যাভ্যাস ও অন্যান্য স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে চিন্তা করবেন। তবে, এই চিন্তা সাময়িক ।

কর্কট: আপনি ক্লান্ত ও দুর্বল বোধ করবেন । তবে অফিস বা ব্যবসার কাজে চাপ থাকবে না । এর ফলে আপনি অনেক বেশি যত্নশীল থাকবেন । নতুন দায়িত্বগুলি পূরণ করতে পারবেন । ভ্রমণের ক্ষেত্রে ব্যয়ের সম্ভাবনা আছে ।

সিংহ: দায়িত্বভার পেলে অনুপযুক্ত ব্যক্তিকেও শক্তি অর্জন করে নিতে হয় । সেই সঙ্গে আজ দায়িত্ব আরও একটু বাড়বে । দিনের শেষে নিজের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে বলে মনে হতে পারে। গুরুত্বপূর্ণ দায়িত্বভার সামলানো সহজ কথা নয়।

কন্যা: নতুন কাজকর্ম শুরু করার এটাই সঠিক সময় । হাতে পড়ে থাকা পুরোনো কাজগুলিও শেষ করতে পারবেন । পরের সপ্তাহের মধ্যে আপনি নিজেকে চাঙ্গা করার চেষ্টা করবেন। বিনোদন ও আনন্দ উপভোগের জন্য পার্টিতে যেতে পারেন । বাচ্চারা পরিবারের গর্ব বাড়াতে পারে, যা আপনাকে আরও বেশি প্রেরণা দেবে।

তুলা: আপনার ব্যাটারি রিচার্জ করার জন্য রোজ একঘেয়ে জীবন থেকে ছুটি নিতে চাইবেন । এই অত্যাবশ্যকীয় পরিবর্তন আমাদের প্রত্যেকেরই মাঝেমধ্যে দরকার হয় । দিনের শেষের দিকে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে ।

বৃশ্চিক: সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা ও অসীম শক্তি, এইরকম হল আজকের দিন। কর্মক্ষেত্রে, আপনি উত্তেজনাপূর্ণ কাজের সন্ধানে থাকবেন। কাজ বা পড়াশোনার ক্ষেত্রে যেকোনও কিছুর মোকাবিলা করার মত কর্মশক্তি আজ আপনার মধ্যে আছে। দিনের শেষে পার্টিতে গিয়ে বা বন্ধুদের নিয়ে ডিনার করার মাধ্যমে সামাজিকতা বজায় রাখবেন ।

ধনু: গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী লেনদেনে আপনার উল্লেখযোগ্য ভূমিকা থাকতে চলেছে। তবে, কাজের ক্ষেত্রে আপনার প্রত্যাশিত ফল নাও পেতে পারেন। যদিও, সন্ধ্যায় প্রিয়জনদের সাহচর্যে সব নেতিবাচক চিন্তা দূর হয়ে যাবে । আপনি আবার হালকা মেজাজ ফিরে পাবেন ।

মকর: আজ আপনার মেজাজ বেশ ফুরফুরে থাকবে । যেকোনও ধরণের কাজে অংশ নিতে ইচ্ছে করবে । ব্যবসায়িক সুযোগ চোখে পড়বে । এই উপায়গুলির সঙ্গে আপনি অগ্রসর হতে চাইবেন । ভাগ্য আপনার সহায় থাকায় এই উদ্যোগগুলিতে আপনি সফল হবেন । সামাজিকভাবে, অনেকের সঙ্গেই আপনার দেখা হবে । তাদের নিজের রসবোধের মাধ্যমে খুশি করতে ব্যস্ত থাকবেন ।

কুম্ভ: সাধারণত আপনি অন্যদের কাজের দায়িত্ব বুঝিয়ে দেন । কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন থাকবে । আপনার উপর কাজের প্রচুর চাপ থাকবে । সাহায্য করার মত কাউকেই পাশে পাবেন না । তবে, হতাশ হবেন না কারণ পরিশ্রমের উপযুক্ত পুরষ্কারও আপনি পাবেন । আপনার কাজ ও দায়িত্ববোধ অন্যদেরও অনুপ্রাণিত করবে ।

মীন: কাজের জায়গায় আজ শুরুতে আপনি একাধিক সৃষ্টিশীল চিন্তাভাবনা ও পরামর্শ দেবেন । তবে দিনের মাঝামাঝি সময়ে এসে ক্লান্তবোধ করবেন । হয়তো নিজেকে পুনরুজ্জীবিত করার জন্য সপ্তাহের শেষে ছুটি কাটাতে যাওয়া যেতে পারে।

writer

writer

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

AI Calculator

Calculate Facebook Earning and calculate EMI for loans, or compute GST.


This will close in 20 seconds