HomeOfbitনিজস্ব প্রতিনিধি(রজতরায়)আজকের রাশিফল, জানুন কেমন কাটবে দিনটি, মঙ্গলবার (05.04.2022):

নিজস্ব প্রতিনিধি(রজতরায়)আজকের রাশিফল, জানুন কেমন কাটবে দিনটি, মঙ্গলবার (05.04.2022):

spot_img
- Advertisement -

মেষঃ-মেষ রাশির জাতক জাতিকারা বলছেন যে আজ আপনি জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। অন্যের চিন্তা ও বক্তব্য দ্বারা খুব বেশি প্রভাবিত হবেন না। কাজের ক্ষেত্রে দিনটি আপনার অনুকূলে যাবে। আর্থিক অবস্থার বিষয়ে এখনও একটু সতর্ক হওয়া দরকার। আপনি যদি সময়মতো সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেন, তাহলে আপনার পেশাগত জীবন ভবিষ্যতে আপনাকে প্রচুর সুবিধা দিতে পারে।

বৃষঃ-গণেশ বৃষ রাশির মানুষকে বলছেন যে আজ আপনার মধ্যে সাহস, আত্মবিশ্বাস এবং আশার যোগাযোগ থাকবে। আপনি আপনার ব্যবসায় সম্পূর্ণ যত্ন নেবেন, এতে আপনি ভাল লাভ পাবেন। আপনার অতিরিক্ত টাকা নিরাপদ স্থানে রাখুন। কোনো কাজে আপনার অভিজ্ঞতা উপকারী প্রমাণিত হবে। যুবকরা নতুন চাকরি পেতে পারেন। আপনি সম্মান পাবেন এবং কিছু নতুন দায়িত্বও পেতে পারেন। জটিল সমস্যার সমাধান পাবেন।

মিথুনঃ-গণেশজি মিথুন রাশির জাতকদের বলছেন যে আজ তারা অন্যের কল্যাণের কথা চিন্তা করবেন এবং আন্তরিকভাবে তাদের সেবা করবেন। আপনার ব্যবসায় গতি আসবে এবং আপনি কিছু নতুন কাজ শুরু করার চেষ্টা করবেন। আজ কাউকে ঠকাবেন না। কর্মব্যস্ততায় পরিবারকে অবহেলা করবেন না। আপনার নতুন অধিগ্রহণ হবে যা আপনার সামাজিক অবস্থান উন্নত করবে এবং আপনার সন্তুষ্টি বাড়াবে। আত্মীয় এবং বন্ধুদের সাথে আপনার সম্পর্কের উন্নতি হবে।

কর্কটঃ-প্রেমের প্রতি ঘৃণা আসতে পারে। শরীরের কোনও ক্ষত থেকে রোগ বাড়তে পারে। যারা বিদেশে থাকেন, তাঁদের জন্য ভাল সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি। নির্লজ্জ কোনও কাজ আপনার দ্বারা হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মনঃকষ্ট। পড়াশোনায় শুভ পরিবর্তন। ব্যবসায় চাপ বাড়তে পারে। বাড়িতে অতিথি আসতে পারে।

সিংহঃ-শরীরে ক্ষয় বৃদ্ধি। সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে। কাজের জন্য সুনাম লাভ। বিদেশে থাকা কোনও বন্ধুর জন্য মনখারাপ। ব্যবসায় খরচ বাড়তে পারে। একাধিক পথে উপায় করতে গিয়ে বিপদ হতে পারে। কাজের ব্যাপারে উদ্বেগ আসতে পারে। খেলা্ধূলার কারণে উপহার পেতে পারেন। অহেতুক ক্রোধ বাড়তে পারে। নতুন কোনও কাজের যোগাযোগ।

কন‍্যাঃ-কুটিল মনোভাবের জন্য অশান্তি বৃদ্ধি। ব্যবসায় ভাল সুযোগ আসতে পারে। আর্থিক ব্যাপারে সাহায্য মেলার সম্ভাবনা। পাওনা আদায়ে দেরি হতে পারে। পেটের সমস্যা থেকে সাবধান। ব্যবসায় খরচ বৃদ্ধি। নিজের চালাকির দ্বারা বিপদ থেকে উদ্ধার। প্রেমের জন্য আনন্দ লাভ। কোনও মহিলা থেকে সাবধান থাকুন। চিকিৎসার খরচ বাড়তে পারে। সন্তানের জন্য মানসিক চিন্তা।

তুলাঃ- পুরনো কোনও শত্রু নতুন করে আপনার ক্ষতি করতে পারে। সংসারে অভাবের যোগ দেখা যাচ্ছে। জলপথে ভ্রমণের সুযোগ আসতে পারে। বাড়িতে নতুন অতিথি আসতে পারেন। আজ সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারেন। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে। উচ্চপদস্থ কোনও চাকরির খোঁজ আসতে পারে। লিভারের সমস্যায় ভোগান্তি।।

বৃশ্চিক রাশিঃ” সংসারে সুখ-স্বাচ্ছন্দ্য ফিরে আসার আশা রাখতে পারেন। বিপদে আত্মরক্ষা করতে হবে। শারীরিক দুর্বলতার যোগ। ব্যবসায় কোনও কারণে একটু বাজে খরচ হতে পারে। পায়ের নীচে আঘাত লাগতে পারে। টাকা-পয়সা বুঝে খরচ করুন, আজ ব্যয়বহুল দিন। সংসারে কোনও দায়িত্ব থাকলে তাড়াতাড়ি সেরে ফেলুন। আজ নিয়মিত কাজে বাধা আসতে পারে। সন্তানের ব্যাপারে উদ্বেগ বজায় থাকবে।

ধনু রাশিঃ- পথে কোনও বাধার সামনে পড়তে হতে পারে। দাম্পত্য বিবাদের জন্য মানসিক চাপ। ব্যবসার ব্যাপারে সচেতনতা বাড়তে পারে। গঠনমূলক কাজের চিন্তা ও নতুন পরিকল্পনা সফল হতে পারে। আজ স্ত্রী এমন কিছু কাজ করবেন, যা দেখে আপনাকে হতভম্ব হতে হবে। জ্বর-জ্বালায় ভোগান্তির আশঙ্কা আছে।।।

মকর রাশিঃ- স্ত্রীর উৎসাহে ব্যবসায় উন্নতির আশা রাখতে পারেন। উপকারের পরিবর্তে অপদস্থ হওয়ার সম্ভাবনা। বাড়িতে আত্মীয় আসতে পারেন। প্রেমে কোনও জটিলতা সৃষ্টি হতে পারে। আজ নিকট কারও জন্য মানসিক পীড়া হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি সমস্যা হতে পারে। বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে। বাড়তি উপার্জন হওয়ার যোগ।

কুম্ভ রাশিঃ- অতিরিক্ত দৌড়ঝাঁপের ফলে শারীরিক দুর্বলতা আসতে পারে। ইচ্ছাপূরণ হতে পারে। আজ কোনও কারণে মনে খুব ভয় কাজ করবে। কাউকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে। আজ সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে। পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ হতে পারে। চিকিৎসার ব্যাপারে খরচ বৃদ্ধি। স্ত্রীর সঙ্গে বিবাদ থেকে সাবধান।

মীন রাশিঃ- আজ ব্যবসা ভাল চললেও সঞ্চয়ভাগ্য খুব একটা ভাল নয়। বিদ্যার্থীদের জন্য খুব ভাল খবর অপেক্ষা করছে। অনিচ্ছাকৃত ভাবে কোনও কাজ ফেলে রাখবেন না। আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে। আজ আপনাকে মালিকের বশ্যতা স্বীকার করতে হতে পারে। শত্রুপক্ষের সঙ্গে আপস করে নিজের কাজ উদ্ধার। প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments