HomeOfbitনিজস্ব প্রতিনিধি(রজত রায়): আজ সোমবার, কি বলছে আপনার রাশিফল জেনে নিন (07.03.2022):

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): আজ সোমবার, কি বলছে আপনার রাশিফল জেনে নিন (07.03.2022):

spot_img
- Advertisement -

মেষ:- বন্ধুর সঙ্গে বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা। আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষা করা মুশকিল হবে। আপনার অজান্তে গুপ্তশত্রু বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় অশুভ সঙ্কেত থাকলেও গুরুজনদের পরামর্শে কেটে যাবে। প্রতিবেশীর উস্কানিতে সংসারে ঝঞ্ঝাট হবে। শত্রুপক্ষকে আজ মানিয়ে চলাই শ্রেয়। বিদ্যার্থীদের উন্নতি অপেক্ষা করছে। পূজাপাঠের জন্য খরচ হতে পারে।

বৃষ:-প্রবাসী কারও আসার খবর পেতে পারেন। বিপদে বুদ্ধি স্থির রাখুন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুখের সময়। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনে জট খুলে যেতে পারে। ব্যবসায় সাফল্য পেতে একটু বেগ পেতে হতে পারে। পারিবারিক ক্ষেত্রে প্রতিকূলতা কেটে যেতে পারে। নিজের পাওনা পেতে ভোগান্তির আশঙ্কা। সাধু সঙ্গে শান্তি মিলবে। মাথার সমস্যা বাড়তে পারে।

মিথুন:-বাড়িতে হঠাৎ প্রচুর অতিথি সমাগম হতে পারে। প্রাথমিক স্তরের পড়াশোনার জন্য সময়টা খুব ভাল। চাকরিজীবীদের জন্য সময়টা অনুকূল। আজ আপনার সঙ্গে ভাল কিছু হতে পারে। আজ সারা দিন ব্যবসা নিয়ে মনে একটু ভয় কাজ করবে। সন্তানদের জন্য ভাল কিছু খবর আসতে পারে। সংসারে ধৈর্য বজায় রাখতে হবে। হজমের গণ্ডগোল হতে পারে। রাস্তাঘাটে সমস্যা বাড়তে পারে।

কর্কট:-বেকারদের সামনে চাকরির সুযোগ আসতে পারে। আজ অযথা খরচ হতে পারে। স্বাস্থ্য মোটামোটি থাকবে। উচ্চ এবং প্রাথমিক স্তরের বিদ্যার্থীরা শুভ ফল লাভ করবেন। আত্মীয়দের থেকে খুব সাবধানে থাকুন, ঠকতে হতে পারে। আজ সবার সঙ্গে খুব বুঝে কথা বলবেন, অপমানিত হওয়ার আশঙ্কা আছে। কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। বয়সে ছোট কারও কাছ থেকে কোনও বিষয়ে সাহায্য পেতে পারেন। ব্যবসায় নতুন যোগাযোগ আসতে পারে।

সিংহ:-সঠিক বিচার আপনাকে অনেক দূর নিয়ে যাবে। শরীর ভাল থাকবে। কর্মক্ষেত্রে আপনি নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করুন। সন্তানদের কথায় গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। সদুপায়ে আয় বৃদ্ধির চিন্তাভাবনা করতে পারেন। প্রশাসনিক দায়িত্ব আসতে পারে। জমি কেনাবেচার জন্য দিনটি খুব ভাল। আজ ব্যবসায় পরিবর্তন লক্ষ করতে পারবেন।

কন্যা:- সকালের দিকে মায়ের শরীরের জন্য চিকিৎসার খরচ বাড়তে পারে। আজ সমাজসেবার কাজে কিছু দান করতে ইচ্ছে করবে। সহকর্মী আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবেন। উচ্চাকাঙ্খা বৃদ্ধি পেতে পারে। তৃতীয় কারও জন্য সংসারে অশান্তির আশঙ্কা। অনেক দিনের পুরনো কোনও রোগের হাত থেকে মুক্তি পেতে পারেন। বেশি তর্ক বিতর্ক আজ বিপদে ফেলতে পারে। প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য পাবেন।

তুলা:- আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। আজ কর্মে আলস্য থাকায় সংসারে অশান্তি হতে পারে। সন্তানকে সাহায্য করতে পেরে আনন্দ পাবেন। সাধুসেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার ইচ্ছা থাকবে। পরিবেশ আপনার অনুকূল থাকবে। কাজে অনিহা আসতে পারে।

বৃশ্চিক:- চিকিৎসার জন্য অতিরিক্ত খরচ হতে পারে। ভাল কাজ করে উৎফুল্লতা বাড়বে। আজ মায়ের কাছ থেকে বিশেষ সাহায্য পেতে পারেন। ঘরে বাইরে দায়িত্বের চাপে মানসিক ক্লেশ। কোনও দিক থেকে শুভ যোগাযোগ আসতে পারে। গুরুসেবা করুন, ভাল ফল পাবেন। পায়ের যন্ত্রণা বাড়তে পারে। আজ বিপদের আশঙ্কা আছে। কর্মস্থানে আপনি সহকর্মীর হিংসার জন্য বিপদে পড়তে পারেন।

ধনু:- পরের উপকার করে সম্মান পাবেন। কর্মস্থলে চুপ করে থেকে নিজের কাজ হাসিল করাই শ্রেয়। মায়ের কাছ থেকে সম্পত্তি প্রাপ্তি যোগ রয়েছে। বায়ু পথে ভ্রমণে বাধা আসতে পারে। বাড়িতে অতিথি সমাগম হবে। আজ গুরুদেব বা ঈশ্বররে প্রতি আপনার মন থাকলেই ভাল। প্রতিবেশীর সঙ্গে বিতর্কে যাবেন না, ঝঞ্ঝাট বাধতে পারে। বিচক্ষণ ব্যক্তির পরামর্শ গ্রহন করুন। প্রেমে আঘাত লাগতে পারে। ভাইয়ের সঙ্গে বিবাদের জন্য মানস্ক কষ্ট বাড়তে পারে।

মকর:- ব্যবসায় বেশি বিনিয়োগ না করাই শ্রেয়। অধৈর্য হলে কর্মে ক্ষতি হতে পারে। সম্পত্তি ক্রয় নিয়ে বিচক্ষণ থাকতে হবে। উপার্জন বাড়ানো নিয়ে গুরুজনের সঙ্গে মতবিরোধ। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা থাকতে পারে। চোখের সমস্যা বাড়তে পারে। কারও মঙ্গল কামনায় নিজের ভাল হতে পারে। বাড়ির কর্তার কথা না শুনলে বিপদ হতে পারে।

কুম্ভ:-পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। সন্তানদের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। প্রেমে আঘাত পাওয়ার সম্ভাবনা আছে। সমাজের জন্য কিছু করার ফলে সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। দুপুরের পরে ব্যবসায় চাহিদা বাড়তে পারে। আজ কোনও ক্ষতি হতে পারে। আজ ব্যবসায় কোনও শুভ খবর আসতে পারে।

মীন:- কোনও কাজের জন্য অপমানিত হতে হবে। ব্যবসায় গুরুজনের সঙ্গে বিবাদের আশঙ্কা। আর্থিক সুবিধা পেতে পারেন। বাড়িতে কোনও কাজের জন্য সম্মান নষ্ট হবে। মাথার যন্ত্রণায় কাজের ক্ষতি হতে পারে। আজ শত্রুর আক্রমণ থেকে একটু সাবধান থাকুন। জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments