HomeCountryনিজস্ব প্রতিনিধি সুজাতা দে :বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ভার্সন! রাজধানীকেও হার মানাবে...

নিজস্ব প্রতিনিধি সুজাতা দে :বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ভার্সন! রাজধানীকেও হার মানাবে বন্দে ভারত স্লিপার ট্রেন

spot_img
- Advertisement -

তৈরি বন্দে ভারত স্লিপার ট্রেন। আগামী ২ মাস পরীক্ষার পর এটিকে ডিসেম্বরে যাত্রীদের জন্য চালানো হতে পারে।

বন্দে ভারত স্লিপারে রয়েছে ১৬ কোচ। রয়েছে ১১টি এসি থ্রি টায়ার কোচ ও ৬১১ বার্থ। রয়েছে ৪টি এসি ২ টায়ার কোচ ও ১৮৮ বার্থ। এবং ১টি ফাস্ট ক্লাস কোচ, রয়েছে ২৪ বার্থ। এই কোচ বেঙ্গালুরু কারখানায় তৈরি করেছে ভারতীয় রেল ও বিইএমএল। কোচে রয়েছে সেন্সর বেসড ইন্টার কমিউনিকেশন ডোর, অটোমেটিক এক্সটিরিয়র ডোর। অত্যাধুনিক টয়লেট। কোচে রয়েছে ইউরোপীয় মানের আরামের ব্যবস্থা। যাত্রীদের জন্য থাকছে আলাদা করে রিডিং লাইট, ইউএসবি চার্জিং ফেসিলিটি, বিশেষভাবে ডিজাইন করা বার্থ ও টয়লেট। মডিউলার প্যান্টি, পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম, সিকিউরিটি ক্যামেরা, ইনটিরিয়র ডিসপ্লে বোর্ড। এসি ফার্স্ট ক্লাসে রয়েছে হট ওয়াটার শাওয়ার। বার্থে দেওয়া হয়েছে অতিরিক্ত কুশন। ওপরের বার্থে ওঠার জন্য ল্যাডারের অন্যরকম ডিজাইন করা হয়েছে। লাগেজের জন্য বিশেষ জায়গা। ট্রেনের নিরাপত্তার জন্য রাখা হয়েছে ক্রাশ বাফার। বজায় রাখা হয়েছে ফায়ার সেফটি মান। বলা হয়েছে এই কোচে সফর হবে আরও মসৃণ, ঝাঁকুনি বিহীন। কোন ধুলোর বলাই থাকবে না। এয়ার কন্ডিশন আরও উন্নত করা হয়েছে।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments