নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২২ মার্চ¬¬¬—চক্ভৃগু পঞ্চায়েতে সরকারি কাজের টেন্ডার প্রক্রিয়ায় জাল সই এবং নকল কাগজপত্র দাখিল করার অভিযোগে দুটি ঠিকাদার সংস্থাকে ব্ল্যাক লিস্ট করে দিল প্রশাসন । বুধবার দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের জারি করা ওই নির্দেশিকা জেলা পরিষদের সেক্রেটারী, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং পিডাব্লুডি সহ বিভিন্ন দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে । এই ঘটনায় শোরগোল পড়ে যায় জেলার সমগ্র ঠিকাদার মহলে । জেলা প্রশাসন সূত্রের খবর, টেন্ডার প্রক্রিয়ায় দাখিল করা কাগজপত্রে সন্দেহ হতেই বালুরঘাট ব্লক প্রশাসন একটি তদন্ত রিপোর্ট জেলা প্রশাসনকে পাঠায় । যেখানে উঠে আসে, ‘রানী মা কনস্ট্রাকশন’ সংস্থার প্যাডে সিগনেচার করেছিলেন পঙ্কজ মহন্ত । তাঁর সই’এর সাথে ওয়ার্ক অর্ডার রিসিভ এবং অনলাইনে আপলোড করা টেন্ডার ডকুমেন্টের সই অমিল রয়েছে । এছাড়া ‘রানী মা কনস্ট্রাকশন’ সংস্থার তরফে যে ক্রেডেনশিয়াল জমা করা হয় সেখানেও সন্দেহ জনক তথ্য সামনে আসে । ওই ক্রেডেনশিয়াল ইস্যু করে বোয়ালদার পল্লী পাঠাগারের লাইব্রেরী ইনচার্জ । এর আগে পাওয়া ট্রু কপির সাথে এই ক্রেডেনশিয়ালের কোন মিল পাননি তদন্তকারী অফিসার । একই ভাবে ‘ত্রিশূল কনস্ট্রাকশন’এর নামে দাখিল করা ক্রেডেনশিয়াল নিয়েও সন্দেহ তৈরী হয় । চকভৃগু পঞ্চায়েতের তদন্তকারী অফিসার সেখানেও ভুয়ো তথ্য দেওয়ার প্রমান পান । যে কারণে ‘রানী মা কনস্ট্রাকশন’ এবং ‘ত্রিশূল কনস্ট্রাকশন’কে ব্ল্যাক লিস্ট বলে ঘোষণা করে জেলা প্রশাসন । এবং দুটী সংস্থার প্রোপ্রাইটারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন । প্রধান পিটার বারু জানিয়েছেন, ভুয়ো তথ্য দিয়ে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার অভিযোগে প্রশাসন পদক্ষেপ নিয়েছে ।