নিজস্ব সংবাদদাতা সম্পা :এদিন নিউটাউন বাসিরা ভিন্ন রূপে বসন্ত উৎসব দেখলো। নিউটনের চলন্ত রাস্তায় দীর্যসময় যাবত নৃত্য উপস্থাপনের মাধ্যমে এক অভিনব বসন্ত উৎসব পালন করলো “নৃত্যম ওড়িষী ডান্স সেন্টার”।যেখানে বসন্ত উৎসবে সকাল সকাল ক্ষুদে থেকে বড় সবাই সামিল হয়েছেন, আবিরের রঙে রাঙিয়ে, পায়ে পা মিলিয়ে নৃত্য উপস্থাপন করেছেন।কখন বাজছে ” ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল ” আবার কখন বা ” ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে’ অবিরাম নৃত্য উপস্থাপন, আবিরে রাঙিয়ে এইভাবে ও যে সকলের সাথে হোলি উৎযাপন করা যায় দেখালো “নৃত্যম ওড়িষী ডান্স সেন্টার”। নিউটাউন বাস স্ট্যান্ড থেকে শুরু করে ডিএল এফ হয়ে ইডেনশপ, এনকেডিএ মার্কেট হয়ে নিউটাউন বাস স্ট্যান্ড অব্দি নৃত্য উপস্থাপনের মাধ্যমে বসন্ত উৎসব উদযাপন করেন।
গত তিনমাস রিহার্সালের মাধ্যমে ,১০ টি বাছাই করা রবীন্দ্রসংগীতের তালে নৃত্য প্রদর্শন করেছে। এত উৎসাহ মাঝরাতে উঠে ক্ষুদে সহ সমস্ত ছাত্র-ছাত্রীরা রঙিন শাড়িতে সাজিয়ে তুলেছেন নিজেদের কে।
পরিচালনা করেছেন “নৃত্যম ওড়িষী ডান্স সেন্টার”-এর কর্ণধার নীলাদ্যুতি চৌধুরী এবং ভাবনায় লিপি চৌধুরী।
উপস্থাপনা করেছেন নীলাদ্যুতি চৌধুরী এবং তাঁর আ্যকাডেমির ছাত্র -ছাত্রীরা। উপস্থিত ছিলেন একাডেমি ছাত্রীসহ তাদের অভিভাবক অভিভাবিকারা সহ আরো অনেকে এই ভিন্ন স্বাদের বসন্ত উৎসবে সামিল হয়েছেন।
আ্যকাডেমি কর্ণধার নীলাদ্যুতি চৌধুরী বলেন সুস্থ চেতনা সমস্ত ছেলে-মেয়েদের মধ্যে পৌঁছে দেওয়া উদ্দেশ্য। আমাদের সংস্কৃতির এত বৈচিত্র,এত রং সেই রঙটাকে আজকের আমরা সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাই।চেষ্টা করি পরবর্তী প্রজন্মের সবাই যাতে এটার রসদ আস্বাদন করতে পারে এটাই আমাদের মূল মন্ত্র যেটা আমরা সব ছেলে-মেয়েদের মধ্যে আজকে আমরা জাগাতে চাইছি।