নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): স্বামী বর্তমান। দুই ছেলেমেয়েও রয়েছে। সেসব সত্ত্বেও বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন স্ত্রী। এই সম্পর্কের কথা জানতে পারার পর কিছুতেই তা মেনে নিতে পারেননি স্বামী। তারপরেই স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে দুই ছেলেমেয়েকে মেরে আত্মঘাতী হলেন স্বামী!
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার খড়দহ থানার অন্তর্গত বলরাম হসপিটালে এম এস মুখোপাধ্যায় রোডে। সেখানেই স্ত্রী ও আট বছরের ছেলে আর বছর চোদ্দর মেয়েকে নিয়ে বসবাস করতেন বৃন্দাবন কর্মকার। তিনি পেশায় কাপড়ের ব্যবসায়ী। এলাকাবাসীর দাবি, গত বৃহস্পতিবার রুটি কিনতে যাওয়ার পথে শেষবার দেখা গিয়েছিল বৃন্দাবনকে। তারপর আর তাঁকে কেউ দেখেনি। এরপরেই রবিবার চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ৪ জনের মৃতদেহের পাশ থেকে একটি চিরকুট পাওয়া গেছে। এই চিরকুটের বয়ান থেকে অনুমান, স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েছেন, সেকথা জানতে পেরে গিয়েছিলেন বৃন্দাবন। সেই নিয়ে দুজনের মধ্যে ঝামেলাও হয়। স্ত্রীকে তিনি সাবধান করলেও লাভ হয়নি, সম্পর্ক ছেড়ে বেরোতে রাজি হননি মহিলা। তারপরেই ৩ জনকে খুন করে বৃন্দাবন নিজেও আত্মঘাতী হন বলে অনুমান পুলিশের। চিরকুটটি ফরেনসিক পরীক্ষার জন্য নিয়ে গেছে পুলিশ। সেটিতে হাতের লেখাটি বৃন্দাবনেরই কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।