#পথচারী_শিশুদের_সাথে_ছেলের_জন্মদিন_উদযাপন।#অল #ইন্ডিয়া #হিউম্যান #রাইটসের এর #পূর্ব_বর্ধমান_বোর্ডের_সদস্যদের পরিচালনায় সহ-সম্পাদক #হাবিব #মোল্লা সাহেবের #ছেলে #মোল্লা #রিদওয়ান এর #প্রথম তম #জন্মদিন উপলক্ষে #পথচারী #শিশুদের মধ্যে #কেক #কেটে এবং 300 জন শিশু এবং অনাহার ক্ষুদা মানুষ এর মুখে অন্ন তুলে দিলেন বর্ধমান রেলওয়ে স্টেশনের কাছে ফ্লাইওভারের নিচে আমাদের হিউম্যান রাইটস এর সদস্যরা।আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন #শেখ_হাফিজুল_রহমান, #সহ-সভাপতি, পূর্ব বর্ধমান জেলা, অল ইন্ডিয়া হিউম্যান রাইটস, #হাবিব #মোল্লা , #সহ-সম্পাদক, পূর্ব বর্ধমান জেলা বোর্ড, অল ইন্ডিয়া হিউম্যান রাইটস,এছাড়া আমাদের বর্ধমান বোর্ডের, রায়না ব্লক এর, মেমারি ব্লক এর, সদস্যরা উপস্থিত ছিলেন।