নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): শনিবার হাজার দিন হয়ে গেল চাকরি প্রার্থীদের আন্দোলন। তাঁরা রাস্তায় বসে রয়েছেন। তাঁরা বৃষ্টি ভিজছেন। শীতের সময় খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। রাস্তাতেই পুজো কাটিয়েছেন। তবুও লড়াই করছেন পাওনা চাকরির জন্য। বিভিন্ন সময়ে অভিনবভাবে আন্দোলন করতে দেখা গিয়েছে তাঁরা। আজ ধর্মতলার ধরনা মঞ্চে এসএলএসটি চাকরি প্রার্থীরা নিজেদের পাওনা চাকরির জন্য ন্যাড়া হচ্ছেন।
শুরু পুরুষরা নয়, মহিলা আন্দোলনকারীও নিজের মাথা মোড়ালেন।
এ দিন হকের চাকরির দাবিতে রাস্তাতেই মাথা ন্যাড়া হতে দেখা এক মহিলা আন্দোলনকারীকে। এ ছবি যে লজ্জার তা বলার অপেক্ষা রাখে না। নিজের মাথা মুড়িয়ে প্রতিবাদ করছেন তাঁরা। কিন্তু এরপরও মিলবে চাকরি? প্রশ্ন থাকছেই। একদিকে এক চাকরি প্রার্থী যখন ন্যাড়া হচ্ছেন, তখন অপর দিকে অন্য মহিলা চাকরিপ্রার্থীরা হাউহাউ করে কাঁদছেন।