নাগরপুর মহারাষ্ট্রের বাসিন্ধা অতুল কুমার ৪ ঠা নভেম্বর যাত্রা শুরু করে হিমালয়ের গঙ্গোত্রী থেকে সেখান থেকে বাংলাদেশ বর্ডার তারপর গঙ্গা নদীর গতি পথ ধরে বর্ধমান, হুগলি পার হয়ে ৪০০০ কিলোমিটার পরিয়ে তার যাত্রা গিয়ে শেষ হবে গঙ্গাসাগরে ।. তার উদ্দেশ্য গঙ্গাকে দূষণ মুক্ত করার বার্তা দেওয়া এবং পায়ে হেঁটে গঙ্গার গতি ধারা অনুযায়ী সারাদেশ ঘোড়া।। এখন সে 180 কিলোর লাগেজ নিয়ে বৈদ্যবাটি শহরে বুক থেকে লক্ষ্যের দিকে ছুটে চলেছে।। মানুষকে বার্তা দিয়েছে গঙ্গা নদীর উপকূলবর্তী এলাকাতে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বৈদ্যবাটি ,হুগলী ।প্রীতম সাধুখাঁ।।