
নিজস্ব প্রতিনিধি ( সাংবাদিক সুজাতা দে ) : পাসপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি, শুধুমাত্র বিমানে চেপে বিদেশ যাওয়ার নয় পাসপোর্ট নাগরিকত্বের সবথেকে বড় প্রমান পত্র। তাই এই সময় পাসপোর্ট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বর্তমানে প্রযুক্তির অগ্রগতি যখন আমাদের সব কাজই অনেক সহজ করে দিচ্ছে তবে পাসপোর্ট ই বা বাদ যাবে কেন? বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের ঘোষণাতে পাসপোর্ট এর ক্ষেত্রেও প্রযুক্তি ব্যবহারে ইঙ্গিত মিলেছে। কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরালিধরণ জানিয়েছেন 2022 -2023 থেকে দেশের সকল নাগরিকদের ই-পাসপোর্ট দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। রাজ্যসভাতে মুরলিধরন কে প্রশ্ন করা হয়েছিল যে 2022 থেকেই কি পাসপোর্ট চালু হবে? প্রশ্নের উত্তরে সরকারের পরিকল্পনা কথা জানিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী। বিদেশ প্রতিমন্ত্রী জানিয়েছেন, কাগজ ও ইলেকট্রনিক পাসপোর্ট সম্মিলিতভাবে ই-পাসপোর্ট থাকবে, এই অত্যাধুনিক পাসপোর্ট রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন বা আর এফ আইডি চিপ বসানো থাকবে। পাসপোর্ট এর ব্যাক কভারে একটি অ্যান্টেনা ও বসানো থাকবে বলেই জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, পাসপোর্ট এর ডাটাপেজ গুরুত্বপূর্ণ তথ্যগুলি মুদ্রিত থাকবে এবং ওই চিপে সব তথ্য জমা থাকবে। নথি এবং চিপের বৈশিষ্ট্যগুলি ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েনশন অর্গানাইজেশন নথি 93 03 এ উল্লেখ করা হয়েছে। মুরালিধরণ জানিয়েছেন, কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফে ন্যাশানাল ইনফমেটিক্স সেন্টার কে যাবতীয় প্রযুক্তিগত বিষয় গুলি দেখাও নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে। তারাই সব দিক খতিয়ে দেখেই ই পাসপোর্ট ইস্যু করার প্রক্রিয়া নির্ধারণ করবে। মুরালিধরণ জানিয়েছেন নাসিকের ইন্ডিয়া সিকিউরিটি পেস ই পাসপোর্ট প্রস্তুত করবে। সেইমতো এই সংস্থার তরফে অপারেটিং সিস্টেম সহ 4.5 কোটি আই সি এ ও সম্মত ইলেকট্রনিক চিপ সংগ্রহের জন্য অভিপ্রায় পত্রজারি করা হয়েছে। অনেকেই মনে করছেন কেন্দ্রের তরফে এই ই-পাসপোর্ট চালু হলে হুয় পাসপোর্ট তৈরি ব্যবহার সম্ভাবনা অনেকটাই কমবে।