বিধানসভার ভোট মিটে যাওয়ার পরে থেকে দির্ঘ ৯ মাস হতে চললো এখনো ঘরে ফিরতে পারে নি বিজেপির বলাগড়ের বারো জিবী কলোনীর কর্মীরা আজ দুপুর ৩টে নাগাত তাদেরই সঙ্গে নিয়ে বাড়ি ফেরাতে যায় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু sp রুরাল রাজ্য সভাপতিকে রিকোয়েস্ট করেন এবং বলেন তিনি যেনো না যায় ওই গ্রামে, যারা বাড়ি ছাড়া হয়ে আছে তাদের দাইত্ব আমি sp নিচ্ছি । ১২ই ফেব্রুয়ারীর মধ্যে তাদের বাড়ি ফিরিয়ে দেবো।।