আজ পশ্চিমবঙ্গ তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর কলকাতা জেলার ১৬নং চক্র আয়োজিত পুষ্টিকর খাদ্য সামগ্রী, সানিটাইজার ও মাষ্ক ২০০ জনকে বিতরন হল ৫৬নং ওর্য়াডের মতিঝিল বস্তি অঞ্চলে অনুষ্ঠানে উপস্হিত ছিলেন বিধায়ক র্স্বনকমল সাহা, সংগঠনের রাজ্য চেয়ারম্যান শ্যামপদ পাত্র, অনিল পোদ্দার, রাজ্য সহ সভাপতি পলাশ সাধুখাঁ, সাধারন সম্পাদক কৃষ্নেন্দু বিষয়ী, নৃপেন সরকার, রাজ্য সম্পাদিকা শান্তনা দত্ত মুখাজ্জী, সম্পাদক সুনিল দেবনাথ, রাজ্য কোষাধক্ষ সঞ্জীব কোলে, জেলার সভাপতি আশিষ বিশ্বাস,দুই সাধারন সম্পাদক অলোক শুক্লা, প্রনব মৈত্র, কার্যকরী সভাপতি মনোজ ভট্টাচার্য্য, সম্পাদক জয় প্রজাপতি, সহ সভাপতি আফতাব আহমেদ সিদ্দিকি,চক্র -16 এর সহ- সম্পাদক শ্রীমান Arup kumar Biswas চক্র সভাপতি বিকাশ প্রসাদ, গোপাল যোশয়ারা, শ্যাম প্রসাদ সহ শিক্ষিকা শর্মিষ্ঠা বৈদ্য, মিঠু দোলুই, শ্রাবনী হালদার, পরশুরাম বারুইস্যার , গৌরব স্যার (Ward Convenor , 57 no. Ward , Circle-16 ) প্রমুখ|
সমগ্র অনুষ্ঠানটির জন্য সংগঠনের পক্ষ দিয়ে ধন্যবাদ জানাই ৫৬নং ওর্য়াডের শ্রী সমীর সাহা মহাশয় ও আশিস মুখার্জী .
