পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সহ একাধিক দাবিতে বাম শ্রমিক সংগঠন সি আই টি ইউ ইউ এর ডাকা দু’দিনের সাধারণ ধর্মঘটের প্রথম দিনে বিক্ষিপ্ত অশান্তির ছবি রাজ্যের বিভিন্ন প্রান্তে।তমনি একটি ছবি ফুটে ওঠে হুগলী এর বৈদ্যবাটীতে। বৈদ্যবাটি তারকেশ্বর গেটের সামনে 9:32 এর ডাউন তারকেশ্বর হাওড়া লোকাল এর সামনে লাল ঝান্ডা দেখিয়ে বিক্ষোভ করা হয়।। প্রায় 30 মিনিট দাঁড়িয়ে থাকে তারকেশ্বর হাওড়া লোকাল।। যাত্রীরা ভোগান্তির শিকার হয়ে ট্রেন থেকে নেমে শেওড়াফুলি স্টেশন এর উদ্দেশ্যে হাঁটতে থাকে।। তারপর পুলিশের তৎপরতায় অবরত উঠে ট্রেন চলাচল স্বাভাবিক হয়