HomeNews*পেট্রোল ডিজেল,রান্নার গ্যাস ও ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আশাপুরে তৃনমূলের বিক্ষোভ মিছিল*

*পেট্রোল ডিজেল,রান্নার গ্যাস ও ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আশাপুরে তৃনমূলের বিক্ষোভ মিছিল*

spot_img
- Advertisement -
https://youtu.be/D2f8Ihid5t8

*বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:-* লাগাতার পেট্রোল-ডিজেল,রান্নার গ্যাস ও ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডায়মন্ড হারবার ২নম্বর ব্লক আশাপূ্র অঞ্চল তৃণমূল কংগ্রেসের পদযাত্রা। রবিবার বৈকালে ঠাকুর তোলা থেকে আশাপূর পর্যন্ত পায়ে হেঁটে প্রতিবাদ মিছিল হয়,নেতৃত্বদেন আশাপূ্র অঞ্চলের কৃষাণ সেলের সভাপতি দেবব্রত খাড়া । এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন,মাথুর অঞ্চলের উপপ্রধান প্রবীর পাত্র,বিশিষ্ঠ সমাজসেবী কার্তিক গাঙ্গুলি,সদস্যা তাপসী খাড়া সহ অঞ্চলের সকল তৃনমূলের নেতৃত্বরা। প্রতিবাদ মিছিল প্রসঙ্গে বিশিষ্ঠ সমাজসেবী কার্তিক গাঙ্গুলি বলেন সাধারণ মানুষের কথা না ভেবেই লাগাতার দাম বৃদ্ধি করছে কেন্দ্রীয় সরকার। পেট্রোল-ডিজেলের এই মূল্যবৃদ্ধি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি কে উৎখাত করবে দেশ থেকে। শুধু তাই নয়, সাধারণ মানুষের ওপর এই আর্থিক চাপ বালিগঞ্জ আসানসোল উপ নির্বাচনে প্রভাব ফেলবে। ওপর দিকে দেব্রতো খাড়া বলেন দিনের-পর-দিন পেট্রোল ডিজেল গ্যাস এমনকি ওষুধ মহার্ঘ হচ্ছে। পরিস্থিতি সাধারণ মানুষের আয়ত্বের বাইরে চলে যাচ্ছে। বিজেপি এর উপযুক্ত জবাব পাবে। প্রসঙ্গত তৃণমূলের রবিবাসরীয় প্রতিবাদ মিছিলে প্রায় শতাধিক তৃণমূল কর্মী সমর্থক জমায়েত হয়।

writer

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments