HomeNews*পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির বিরুদ্ধে ব্লক২ তৃনমূল...

*পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির বিরুদ্ধে ব্লক২ তৃনমূল যুব কংগ্রেস ও তৃনমূল ছাত্র পরিষদের উদ্যোগে ডায়মন্ড হারবার ১১৭নম্বর জাতীয় সড়ক রাজপথে নারায়ন তোলা থেকে কলাগাছিয়া পর্যন্ত প্রতিবাদ মিছিলের পাশাপাশি নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করা হয়*

spot_img
- Advertisement -
https://youtu.be/7Cha5LAlIb8

*বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:-* লাগাতার ভাবে বাড়ছে দ্রব্যমুল্যের দাম। রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে পেট্রোল, ডিজেলের দাম হোক কিংবা জিনিস পত্রের দাম। সবকিছুতেই আগুন ছোঁয়া দাম। বর্তমান এই বহুমুল্যের বাজারে নাভিশ্বাস উঠছে সংসার চালাতে। তারই প্রতিবাদে আজ মঙ্গলবার বৈকালে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেস ও তৃনমূল ছাত্র পরিষদের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকে সরিষায়। এদিন ডায়মন্ড হারবার ১১৭নম্বর জাতীয় সড়কে মিছিল নারায়ন তোলা থেকে কলাগাছিয়া মোড় পর্যন্ত কয়েক হাজার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রতিবাদ মিছিল হয়,তার পরই নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানানো হয় I পাশাপাশি এদিন কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে কেন্দ্র সরকারকে কটাক্ষ করে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি করেন ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার। এছাড়াও উপস্থিতিত ব্লক ২ সভাপতি অরুময় গায়েন,সরিষা অঞ্চলের অবজারভার শামীম আহমেদ মোল্লা,যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন,মইদুল ইসলাম,নীতিশ মোদক সহ ব্লক ১ তৃণমূলের অন্যান্য কর্মী সমর্থকেরা।ব্লক ২ তৃনমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন এদিন তিনি বলেন সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে এই প্রতিবাদ মিছিল,তিনি আরও বলেন I

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments