জগদ্ধাত্রী বা জগদ্ধাত্রী দুর্গা হিন্দুদের এক দেবী। কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। বলা হয় ইনি দেবী দুর্গারই অপর রূপ।
এই মুহূর্তে বাংলা সাংস্কৃতিক জগতে নৃত্যশিল্পী রিংকি সাহা এক জনপ্রিয় নাম। দর্শকের নয়নের মণি রিংকি সাহার বাড়িতেই ওনার আমন্ত্রণে এসে হাজির হয়েছিলাম আমরা। উপলক্ষ্য জগদ্ধাত্রী পূজা। ওনার একমাত্র পুত্র ঋত্বিক সাহার উদ্যোগেই এই পুজো হয় আসছে বেশবকয়েক বছর ধরেই। গত বছরের মতোই এবারও ওনার বিশেষ আমন্ত্রণে আমরা উপস্থিত রিংকি ম্যাডামের বাড়িতে।
এখানে মা মহামায়া জগদ্ধাত্রী রূপে সেজে উঠেছেন লাল বেনারসির সাজে। ঢাকের আওয়াজ ও পুরোহিতের মন্ত্র উচ্চারণে চারিদিক মুখরিত। এক মনোমুগ্ধকর পরিবেশ।