HomeNewsপ্রিন্স আনোয়ার শাহ রোডের বিভিন্ন গ্যারেজে একটি সাদা রঙের TVS 180 বাইক...

প্রিন্স আনোয়ার শাহ রোডের বিভিন্ন গ্যারেজে একটি সাদা রঙের TVS 180 বাইক নিয়ে ঘুরছে এক যুবক, জনে জনে জিজ্ঞেস করছে, বাইকের নম্বর প্লেট পালটানো যাবে কিনা

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিবেদন :(সাংবাদিক সুজাতা দে ) গত রবিবার, ২০ মার্চ, সকাল সোয়া এগারোটা নাগাদ বিশ্বস্ত সূত্র মারফত খবর পান চারু মার্কেট থানার সার্জেন্ট শুভদীপ মুখার্জি। কী, না প্রিন্স আনোয়ার শাহ রোডের বিভিন্ন গ্যারেজে একটি সাদা রঙের TVS 180 বাইক নিয়ে ঘুরছে এক যুবক, জনে জনে জিজ্ঞেস করছে, বাইকের নম্বর প্লেট পালটানো যাবে কিনা। ওসি চারু মার্কেট থানা, ইনসপেক্টর সুভাষ অধিকারীর নির্দেশে সার্জেন্ট মুখার্জি এবং থানার আরও কয়েকজন হাজির হন আনোয়ার শাহ রোডে। অচিরেই দেখাও হয়ে যায় সন্দেহজনক যুবকের সঙ্গে। নাম ঋষভ রায়, বয়স আন্দাজ কুড়ি, গল্ফগ্রীন এলাকার বাসিন্দা। মালিকানা সম্পর্কে আরও কিছু প্রশ্ন করা হয় তাকে, কিন্তু সন্তোষজনক উত্তর না পাওয়ায় বাইক বাজেয়াপ্ত করেন সার্জেন্ট মুখার্জি। যে রেজিস্ট্রেশন নম্বর প্লেট পালটানোর চেষ্টা করছিল সে, সেই রেজিস্ট্রেশন নম্বর ধরে সন্ধান মেলে আসল মালিকের।জানা যায় শনিবার রাতে তাঁর বাইক চুরি যায় কলকাতার রিজেন্ট পার্ক এলাকা থেকে, সেই মর্মে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেন তিনি। আটক করা হয় ওই যুবককে।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments