নিজস্ব প্রতিনিধি সম্পা:বহুদিন অপেক্ষার পরে শুভ মুক্তি পেলো বহুদিনের অপেক্ষিত মিউজিক ভিডিও “শেষবার”।প্রীতি জৈন এন্টারটেইনমেন্ট প্রেজেন্টস প্রথম মিউজিক ভিডিও প্রকাশ পেল “শেষবার”।দর্শকরা দেখতে পাবে “Avisekh Dutta galaxy of art”, “Prity Jain Entertainment’-এর ইউটুবে দেখা যাবে।এছাড়া ও এই ভিডিও কিছুদিন পরে “Prity Jain Entertainment’-এর ফেইসবুকে আসতে চলেছে।অভিনয় করেছে, মোনালি সুদীপ্ত, অভিষেক।ডি.ও.পি সৌভিক মন্ডল,ভিডিও এডিটিং সব্যসাচী বর্ধন, ডিরেক্টর সুদীপ্ত দেবনাথ এবং প্রীতি জৈন। গল্প লিখেছেন এবং কনসেপ্ট করেছেন অভিষেক দত্ত, পোস্টার এডিট করেছে চন্দন কারণ।
পি.জে এন্টারটেইনমেন্ট প্রোডাকশন হাউস অল ওভার গ্রমিং ক্লাস করায় ডানলপ ষ্টুডিও HiFive-এ। অভিনয় থেকে শুরু করে মডেলিং সবাই শিখতে পারে এবং লাইম লাইটে নিজের ক্যারিয়ার তৈরি করতে পারবে খুব সহজে। ড্যান্স থেকে শুরু করে মডেলিং,জুমবা,এক্টিং,ফিটনেস, কার্ডিও,সঠিক ভাবে শিখিয়ে টলিউড এবং বলিউড অভিনয় জগতে জায়গা করে দেওয়া হয়।
ষ্টুডিও “HiFive” ফোন নং :079800 40439
ফেসবুক পেজ :PJ entertainment