প্রয়াত জনপ্রিয় টালিগঞ্জ অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়,গতকাল শুটিং চলাকালীন অসুস্থবোধ করেন তিনি,তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে, সেখানেই অভিনেতা মৃত্যু বরণ করেন. আপনারা দেখছেন রিপোর্টার সুজাতা দে সাথে ক্যামেরা দেবজিৎ মজুমদার, News Bharat 24hrs, সঙ্গে থাকুন দেখতে থাকুন.