বন্ধু এক আশা অর্গানাইজেশনের পক্ষ থেকে সম্মানিত করা হলো তারাতলা থেকে জোকাগামী 26 জন অটো ড্রাইভার কে*উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু থেকেই তারাতলা থেকে জোকাগামী বেশকিছু অটো ড্রাইভার এক মহৎ উদ্যোগ নেন।। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনামূল্যে পরীক্ষার হলে পৌছে দেন তারা ও কিছু উপহার যেমন মাক্স জলের বোতল পেন ইত্যাদি দিয়ে উৎসাহ যোগান।। তাদের এই মহৎ কাজকে সম্মানিত করতে শুক্রবার সকালে *বন্ধু এক আশা* অর্গানাইজেশনে পক্ষ থেকে বেহালা থানার সামনে ওসি প্রসেনজিৎ পোদ্দার উপস্থিতিতে সম্মানিত করা হলো সেই সকল অটো ড্রাইভারকে ।। অর্গানাইজেশন এর জেনারেল সেক্রেটারি নুপুর রয় জানান সমাজের এমন অনেক মানুষ রয়েছেন যারা প্রতিনিয়ত কিছু-না-কিছু সমাজসেবামূলক কাজ করে চলেছেন কিন্তু তাদের কথা হয়তোবা কখনোই প্রকাশ্যে আসে না।। তাদের এই মহৎ কাজ কে সাধুবাদ জানিয়ে তাদের কিছু উপহার দিয়ে সম্মানিত করে তাদের পাশে থাকার ভরসা দেন বন্ধু এক আশা অর্গানাইজেশন।।বেহালা, নিজস্ব প্রতিনিধিপ্রীতম সাধূখাঁ।