HomeEntertainmentবর্তমান সময়ের প্রখ্যাত কবি বিদ্যুৎ ভৌমিক এর একটি সময়শ্রেষ্ঠ কবিতা

বর্তমান সময়ের প্রখ্যাত কবি বিদ্যুৎ ভৌমিক এর একটি সময়শ্রেষ্ঠ কবিতা

spot_img
- Advertisement -

The Best of Poetryby Bidyut Bhowmick’s ?️ Published byNews Bharat 24 hrs ?___________________________________________ কবিপরিচিতি : ?বাংলা কাব্য সাহিত্যের এই সময়কার জনপ্রিয় কবি বিদ্যুৎ ভৌমিক এর জন্ম ১৬ জুন , ১৯৬৪ ভারতবর্ষের পশ্চিমবঙ্গে হুগলী জেলার শ্রীরামপুরে ৷ প্রথম শ্রেণীর পত্র- পত্রিকা থেকে একেবারে লিটিল ম্যাগাজিন , কবিতা সংকলন , এবং বর্তমান ইন্টারনেটের দুনিয়ায় তাঁর কবিতা নিয়মিত ভাবে ভারত , বাংলাদেশ , ইয়োরোপ , এ্যামেরিকা , জার্মান , স্যুইডেন এবং ক্যানাডার মত দেশের পাঠকদের কাছে ভীষণ ভাবে সমাদৃত হয়ে চলেছে ! কবি বিদ্যুৎ ভৌমিক এর বেশ কিছু কাব্যগ্রন্থ বাজারে বেশ জনপ্রিয় ৷ কবিতার শ্রেষ্ঠত্বের জন্য পেয়েছেন প্রচুর সন্মান ও পুরষ্কার ৷ সম্প্রতি California TV অর্থাৎ USA থেকে থেকে পেয়েছেন শ্রেষ্ঠ কবির সন্মান ৷ একজন প্রতিষ্ঠিত বাচিক শিল্পী হিসাবে তিনি তাঁর কণ্ঠের পরিচয় দিয়ে চলেছেন মঞ্চে ও বেতার টেলিভিশনে ৷ কবি বিদ্যুৎ ভৌমিক এর এই সাফল্যের জন্য আমরাও গর্বিত ৷ কবিকে News Bharat 24 hrs এর পক্ষ থেকে শুভ কামনা ও শ্রদ্ধা মাখা অভিনন্দন |Editor ~ News Bharat 24 hrs ______________________________________ধ্রুপদী কবিতা :~_____________ বস্তুতঃ শব্দহীন এভাবে বিদ্যুৎ ভৌমিক ?️ ? _______________________ ?অন্যথায় বিপরীতে শ্রাবণ ঝরেছে ; মন চোখ তবু স্মৃতিভুক , জটিল নীররতা দিয়ে বাক প্রহর এভাবেই সহজ ভঙ্গিমায় ডিঙিয়ে চোখ বাঁধা অন্য নাটক দেখা ! কেউ নদীর জন্য নির্বিকার অশ্রু পাত করে নির্জনে ; অনির্দিষ্ট আচম্বিতে কিছু শুখ দান-দক্ষিণায় চোখ ঠেলে মিলনান্ত সোহাগে রাত জলে ভাসে !এভাবেই নীরবতা অন্য মনে চলে আর ফেরে ,—– গর্ভের ভিতর থেকে হু — হু পোড়ে মন খারাপের শ্মশান ; অথচ এভাবেই বৃষ্টির ভেতর ভেতর আকাশি পাড়ায় চাঁদ সরে সরে হাঁটে ! এইভাবে সাবধানে সঞ্চিত কিছু স্বপ্ন স্মৃতির ঢাকনা খুলে দেখি ; বৃষ্টির আর্তনাদ মধ্যরাত ছিড়ে আমাদের এগলি – সেগলি হাঁটে আর চলে !কেউ একজন আমার বিপরীতে এসে নির্বাক দাঁড়ায় , যদিও সেভাবে তাঁকে ছুঁয়ে দেখা হয়নি একবারও ; মৃত্যু মৃত্যু গন্ধ দিয়ে রচিত শরীর তাঁর , ছায়াহীন অস্পষ্ট নগ্ন ভাসমান সে ….. কিছু দূরে সময় পিছিয়ে চলে ; নিজের ইচ্ছাতে এসেছি এভাবে এখানে ! আমার এতকালের যাবতীয় সর্বনাশ গুলো কৃপণ অবুঝ ; চলমান অতীত থেকে উঠে আসে ক্ষীণ একটা অর্তনাদ ,—- একি এযে আ-মি !আপাতত অযান্ত্রিক বিপর্যয় ; সেটাও অশুদ্ধ শূন্য শূন্য নিরাকার ! গভীরে নির্ঘুম একক অতলান্ত , পথ বদলে নেওয়া নিঃসঙ্গ নিরাশ্রয় ! এই কথা আযুহীন ; যদিও বলার ইচ্ছায় বলা যেতনা একবারও ….. নিছক মুদ্রাদোষে এপাড়াতে বাতাস এসে একই গান গায় সান্ধ গোধুলীতে ,—– শেষ বৃষ্টিতে এভাবেই ইচ্ছা করে নগ্ন হয়ে ভিজি ! আমাকে সঙ্গে নিয়ে চাঁদত্ত ভেজে অপ্রয়োজনে !কবে থেকে এভাবেই ঘর দোর বন্ধই ছিল ; স্পষ্টতঃ আমার প্রতিটা জন্মের আত্মবীজ গুলো মৃত্যুর একান্তে কাছে এসে কথা বলে ! এই নির্বাক আমি ; ঘুমের ভেতর এভাবেই নির্ঘুম ব-হু কাল ….. কবে থেকে পুড়ছি নিঃসঙ্গ এভাবেই , কবে থেকে কথা সাজানো হৃদয়ে জন্মঋণ আষাঢ় – শ্রাবণে এভাবেই উদাস ! এই এক প্রণয়হীন জীবন বিবর্ণ বৃষ্টির ভেতর অচেনা রাস্তায় আমার প্রতিবিস্ব দেখে কাব্যগ্রন্থের মলাটে প্রবেশ করে ! ? সমাপ্ত ?___________________________________________লেখনীকাল :~ ২৩/১০/৯৫স্থান :~ কবির বাসগৃহ ছায়ানীড় ,শ্রীরামপুর , হুগলী , ভারত , পশ্চিমবঙ্গ ___________________________________________

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments