চাঁদের দক্ষিণ মেরুর মাটি ছোঁয়ার পরে রোবট গাড়ির সমন্বয়ের গতিবিধির দায়িত্বে যারা থাকছেন তাদের মধ্যে অন্যতম ইসরোর ইঞ্জিনিয়ার বাঁকুড়া জেলার পাত্রসায়ারের ভান্না গ্রামের বাসিন্দা কৃশানু নন্দী। দেশ আজ তোমায় নিয়ে গর্বিত
বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের স্থায়ী বাসিন্দা কৃশানু নন্দী চন্দ্রায়ন-৩ অন্যতম সফল সৈনিক।
বাঁকুড়া জেলার পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
??????