নিজস্ব সংবাদাতা (দেবলীনা):-এবার জঙ্গি সংগঠন ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’ বা আরসা রোহিঙ্গা শিবিরে নিজস্ব মুদ্রা চালু করেছে। জানা গিয়েছে, মায়ানমারের সন্ত্রাসবাদী সংগঠন ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’ (আরসা) নিজেদের আরও মজবুত করতে এবার বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে তাদের নিজস্ব মুদ্রা চালু করেছে। ২০১৭ সালে মায়ানমারে একাধিক সেনাঘাঁটিতে হামলা চালায় আরসা। তারপরই দেশটির সেনাবাহিনী আরসা-সহ রোহিঙ্গা জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে ব্যাপক অভিযান চালায়। প্রাণ বাঁচাতে প্রায় সাত লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে চলে আসে।সবমিলিয়ে প্রায় ১১ লক্ষ রোহিঙ্গা শরণার্থী এই মুহূর্তে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে। তিনি জানান, “সাধারণত কোনও দেশ প্রতিষ্ঠা লাভের পর তার নিজের মুদ্রা চালু করে থাকে।